ওয়েব ডেস্ক : পার্টি চলাকালীন বারের বেসমেন্টে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে ১৩ জনের। আহত হয়েছেন ৬ জন। তাদের চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের রোয়েন এলাকায়। এই ঘটনার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বারটি। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে সেখানে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন- ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী ধৃত
প্রাথমিক ভাবে খবর গতকাল গভাররাতে সেখানে একটি জন্মদিনের পার্টি চলার সময় হঠাত্ই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সেখানে। খবর পেয়ে দমকল ও পুলিস গিয়ে আগুন আয়ত্বে আনে। অগ্নিদগ্ধ হয়ে ততক্ষণে মৃত্যু হয় ১৩ জনের। বাকিদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।