ওয়েব ডেস্ক: ভেনেজুয়েলার একটি ঘিঞ্জি জেলে বিধ্বংসী আগুনে মারা গেলেন ১৭ জন। জেল কর্তৃপক্ষ জানিয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ১১জন।
সোমবার সকালে টোকুয়িতো জেলের ওই অগ্নিকাণ্ডের কারণ এখনও অজানা। প্রধান প্রসিকিউটরের অফিস সূত্রে জানানো হয়েছে বিষয়টি এই মুহূর্তে তদন্তাধীন।
২০০৮ সাল থেকে ভেনেজুয়েলার জেলগুলিতে জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। ভ্যালেনসিয়ার নিকটবর্তী শহরের যে জেলে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটি তৈরি হয়েছিল ৯০০ জনের জন্য। কিন্তু বর্তমানে সেখানে বন্দী সংখ্যা প্রায় ২৭০০।
এই দুর্ঘটনায় বন্দীদের সঙ্গেই মারা গেছেন সাক্ষাতপ্রার্থীরা।
সে দেশের কারা মন্ত্রক এখনও সে বিষয়ে কোনও মন্তব্য করেনি।