ওয়েব ডেস্ক: খিদে পেলে মানুষ কিনা করে, আর জন্তু করলেই দোষ? তারও তো খিদে পায়। তাই এবার মাছ খাবার চাইতে উঠে এলো ডাঙায়!!
মাছ যখন জলে থাকে তখন তাঁদের রূপ একরকম। আর যদি তাঁরা ডাঙায় উঠে আসে, তখন তাঁদের রূপ অন্যরকম। মানুষতো বরাবরই মাছকে নিজেদের খাবার হিসেবেই ভেবে এসেছে। কিন্তু এবার খিদে পাওযার জন্য মানুষের কাছেই খাবারের সন্ধান করতে এলো একটি সিলমাছ।
আয়ারল্যান্ডের উইকলো শহরে এমনই এক ঘটনা দেখা গেল। অনেকদিন খাবার না পেয়ে ক্ষুধার্ত এক সিলমাছ জল উঠে এল রাস্তায়। কিন্তু রাস্তার মানুষজন তাকে দেখে ভয় পেয়ে নিজেদের বাঁচাতে আক্রমণ শুরু করে। বেগতিক এই অবস্থা দেখে জলে ফিরে যাওয়ারই সিদ্ধান্ত নেয় সে।