Home> দুনিয়া
Advertisement

Dubai Building Fire: প্রতিবেশীর জন্য ইফতারের আয়োজন করছিলেন ভারতীয় দম্পতি, মারা গেলেন আগুনে পুড়ে...

Shooting at Alabama: এবার রক্তাক্ত উত্তর আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা প্রদেশে এক কিশোরের জন্মদিনের পার্টিতে হামলা চালাল বন্দুকবাজ। কদিন আগেই সেন্ট্রাল মেক্সিকোর এক ওয়াটার পার্কে বন্দুকধারীদের হামলায় এক শিশু-সহ ছ'জনের মৃত্যু হয়েছে।

Dubai Building Fire: প্রতিবেশীর জন্য ইফতারের আয়োজন করছিলেন ভারতীয় দম্পতি, মারা গেলেন আগুনে পুড়ে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিবেশীর জন্য ইফতারের আয়োজন করছিলেন ভারতীয় দম্পতি। কিন্তু মারা গেলেন আগুনে পুড়ে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুবাইয়ে শনিবারের দুপুরে। দুবাইয়ের এক আবাসনে আগুন লাগায় মোট ১৬ জন মারা গিয়েছেন, এর মধ্যে ভারতীয় ৪ জন। দুবাইয়ের আবাসনে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে যে ১৬ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে কেরালার এক ভারতীয়-সহ চার দম্পতি রয়েছেন। অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ৯ জন জখম হয়েছেন।

আরও পড়ুন: Shooting at Alabama: জন্মদিনের পার্টিতে রক্তস্রোত! বন্দুকবাজের অতর্কিত হামলায় মৃত্যু ৪ জনের...

দুবাইয়ের অন্যতম প্রাচীন এলাকা আল রাস। এরই একটি বহুতলের ৪ তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত চলে আসে দমকম বাহিনী। ঘণ্টাদুয়েকের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণেও আনতে পারে।

আরও পড়ুন: Germany: যুগান্তকারী! শান্তি ও সবুজের লক্ষ্যে পরমাণুশক্তিকে চিরতরে বিদায়, আনন্দ দেশ জুড়ে...

কেরালার ওই দম্পতি রাজেশ কালাঙ্গাদান এবং তাঁর স্ত্রী জেসি কান্দামঙ্গালাথ বার্ষিক শস্যসংগ্রহ উপলক্ষ্যে খাবার তৈরি করে তাঁদের এক মুসলিম প্রতিবেশীর জন্য ইফতারের আয়োজনও করছিলেন। এই সময়েই অগ্নিকাণ্ডের ওই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে দুবাই অসামরিক প্রতিরক্ষা বিভাগের একটি দল। তাদের বক্তব্য, প্রাথমিক তদন্ত বলছে, ওই বহুতলে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দুবাই পুলিস মর্গে উপস্থিত থাকা ভারতীয় সমাজকর্মী নাসির ভাতানাপল্লি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ ভারতীয়ের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে কেরলের এক দম্পতি রয়েছেন। বাকি ২ জন তামিলনাড়ুর। ওই বহুতলেই কাজ করছিলেন তাঁরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More