Home> দুনিয়া
Advertisement

Whole Family Death: নাগাড়ে বৃষ্টি! বাড়ির টিলা ধসে মর্মান্তিক মৃত্যু একই পরিবারের চারজনের...

Bangladesh: টানা বৃষ্টির জেরে মর্মান্তিক দুর্ঘটনা। টিলা ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু। এলাকায় শোকের ছায়া।

Whole Family Death: নাগাড়ে বৃষ্টি! বাড়ির টিলা ধসে মর্মান্তিক মৃত্যু একই পরিবারের চারজনের...

সেলিম রেজা, ঢাকা: টানা ভারী বর্ষণে বাংলাদেশের সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোররাত ৩টার দিকে উপজেলার ৭ নম্বর লক্ষনাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামে দুর্ঘটনাটি ঘটে। ভোর ৩.৪৫ পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি।

জি ২৪ ঘণ্টাকে স্থানীয়রা জানান, বখতিয়ারঘাট গ্রামের বাসিন্দা মো. ইয়াজ উদ্দিন সপরিবারে আধাপাকা ঘরে ঘুমোচ্ছিলেন। রাতে হঠাৎ টিলা ধসে ঘরের উপর পড়লে তারা মাটিচাপা পড়েন। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে যান। কিন্তু তারা মাটিচাপা পড়া পরিবারের সদস্যদের উদ্ধার করতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া বয়। ইয়াজ উদ্দিন ছাড়াও মাটিচাপা পড়েছেন তার স্ত্রী, ছেলে ও মেয়ে।

লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলকু জি ২৪ ঘণ্টাকে জানান, আমাদের ইউনিয়নবাসীর জন্য একটি দুঃখের রাত। গ্রামের ইয়াজ উদ্দিন সপরিবারে মাটিচাপা পড়েছেন। তারা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দিলেও রাত সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

আরও পড়ুন:NIA raids: কলকাতায় পাক চরের ডেরা? দফায় দফায় টাকা ট্রান্সফার, NIA-র তদন্তে পরতে পরতে রহস্য...

বাংলাদেশের সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জি ২৪ ঘণ্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন, রাত ১টা থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ঝড়ে রাস্তায়ঘাটে জলাবদ্ধতা ও গাছ পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। যে কারণে ঘটনাস্থলে বিকল্প রাস্তা হয়ে অনেক ঘুরে যেতে হচ্ছে। বাংলাদেশের ফায়ার সার্ভিস সিলেট তালতলা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, খবর পেয়ে ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট স্টেশন অফিসার টিটক শিকদারের নেতৃত্বে ঘটনাস্থলে উদ্ধারকাজে পৌঁছেছে।

তবে স্থানীয়রা অভিযোগ করে জানান, প্রায় দুই ঘণ্টা ধরে খবর দিচ্ছি প্রশাসন, ফায়ার সার্ভিস, কোনো সংস্থাই আসতে পারছে না। আমরা উদ্ধার তৎপরতা চালিয়েছি। তিনজনের মাথা বের করার চেষ্টাকালে আবারও টিলা ধসে ঘরের ওপর পড়ে ঘরটি সামনের দিকে হেলে পড়েছে। তাছাড়া ভারী বর্ষণও চলছে। যে কারণে ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালাতে পারিনি।

আরও পড়ুন:Terrible Train Accident: ভয়ংকর! আচমকা ব্রিজ ভেঙে পড়ায় লাইনচ্যুত ট্রেন, মৃত কমপক্ষে ৭...

ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে বাংলাদেশের সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটক শিকদার জি ২৪ ঘণ্টাকে বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। কিন্তু ঝড়ে অনেক বড় গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ রয়েছে। তাই গাছ সরিয়ে যেতে একটু সময় লেগেছে। একই রাতে উপজেলার চৌধুরীবাজার ও বিয়ানীবাজার এলাকায়ও টিলা ধসের খবর পাওয়া গেছে। তবে ওই দু’টি স্থানে কেউ হতাহত হননি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More