Home> দুনিয়া
Advertisement

Chef Kills Man, Chops And Cooks: প্রৌঢ়কে কুপিয়ে খুন, কেটে টুকরো করে সবজির সঙ্গেই সেদ্ধ করল রেস্তরাঁ মালিক!

France: নৃশংস ঘটনার বর্ণনা দিতে দিয়ে নিজেই দু-বার জল খেয়ে নিলেন সেই সেফ। শুধুমাত্র প্রমাণ লোপাটের জন্য এত বড় পদক্ষেপ করতে পিছপা হননি তিনি। 

Chef Kills Man, Chops And Cooks: প্রৌঢ়কে কুপিয়ে খুন, কেটে টুকরো করে সবজির সঙ্গেই সেদ্ধ করল রেস্তরাঁ মালিক!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নৃশংস মৃত্যুর ভয়াবহ বর্ণনা। ৬৯ বছর বয়সী ফরাসি রেস্তোরাঁর মালিক সেই খুনের কথা স্বীকার করেছেন। স্নাইডার দাবি করেছেন যে, চুরির চেষ্টার সময় প্রৌঢ় মারা গেছেন। সে প্রমাণ লুকানোর জন্য দেহ টুকরো টুকরো করার এবং রান্না করার কথা স্বীকার করেছে সে।

আরও পড়ুন, 

নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ ভাগ করে নেওয়ার আগে, ৬৯ বছর বয়সী ওই ব্যক্তি তদন্তকারীদের সতর্ক করে দিয়েছিলেন যে "আমি তোমাদের যা বলতে যাচ্ছি তা ভয়াবহ"। তিনি অফিসারদের বলেছিলেন যে মিঃ মিখলারের বাড়িতে চুরি করার চেষ্টা ব্যর্থ হওয়ার সময় এই খুন করে।

তিনি বলেছিলেন যে ৬০ বছর বয়সী ওই ব্যক্তিকে বেঁধে রেখে তার মুখ বন্ধ করে দিয়েছিল এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে তারা ফিরে এসে তাকে শ্বাসরোধে মৃত অবস্থায় দেখতে পায়। তারপর, মৃত্যুর প্রমাণ ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া প্রচেষ্টায়, সে ভিকটিমের দেহ টুকরো টুকরো করে ফেলে, তার মাথা, হাত ও পা পোড়ায়।

পরে টুকরোগুলো এলাকা জুড়ে এবং মিঃ মিখলারের নিজস্ব ভ্যানের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রাখে। সে তার বাড়িতে শাকসবজি দিয়ে একটি পাত্রে শরীরের কিছু অংশ রান্না করার কথাও স্বীকার করেন। মিঃ মিখলারের প্রাক্তন সঙ্গী যখন তার কাছ থেকে কোনও খবর পাননি, তখনই এই ঘটনাটি প্রকাশ পায়।

তার মেয়ে আরও বলেছে যে সে তার বাবার কাছ থেকে একটি অদ্ভুত মেসেজ পায়, যা অস্বাভাবিক ছিল, কারণ মিঃ মিখলার খুব কমই টেক্সট করতেন। তারপরেই প্রকাশ্যে আসে এই হাড়হিম ঘটনা। 

আরও পড়ুন, 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

Read More