জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও কাণ্ডে (Pahalgam Terror Attack) ২৬ জন ভারতীয় মারা গিয়েছেন। তার পর সারা ভারত পাকিস্তানের (India Pakistan Tension) এই অনাচারে ক্ষুব্ধ, বিরক্ত। জনমতের চাপে ভারত সরকারও পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপ করতে শুরু করেছে। বসে নেই পাকিস্তানও। জেনারেল অসীম মুনির (General Asim Munir) রাওয়ালপিন্ডি ( Rawalpindi) শহরে পাকিস্তানের প্রতিরক্ষার হেড কোয়ার্টারে (Pakistan Army’s Rawalpindi HQ) বসে ভারতের বিরুদ্ধে আক্রমণের ব্লু প্রিন্ট তৈরি করছেন। সব থেকে মজার বিষয় হল-- যে-শহরে বসে ভারতের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন তিনি, একদা সেই শহরটি নামই রাখা হয়েছিল এক ভারতীয় রাজার নামে!
রাজপুত রাজা বাপ্পা রাওয়াল
কে তিনি?
তিনি ছিলেন এক রাজপুত রাজা। তাঁর নাম রাজা বাপ্পা রাওয়াল। অষ্টম শতকের শহর রাওয়ালপিন্ডি তৈরি হয়। আর শহরের নাম রাখা হয় এই রাজপুত রাজার নামে।
ঐতিহাসিকদের মতে, বাপ্পা রাওয়াল মুহম্মদ ইবন আল-কাসিমকে পরাজিত করেছিলেন। মুহম্মদ ইবন আল-কাসিম ইরানে পালিয়ে যান। এই অঞ্চল জেতার পরে বাপ্পা রাওয়াল প্রতি ১০০ মাইল অন্তর একটি করে সেনাঘাঁটি নির্মাণের আদেশ দিলেন। তারই একটি রাওয়ালপিন্ডির ইদানীংকার প্রতিরক্ষা দফতর। যেটি, খুব স্বাভাবিক ভাবেই পাকসেনার হস্তগত।
দু'দেশের শক্তি
ভারত-পাক যুদ্ধ লাগলে কী হবে? কে জিতবে এই লড়াইয়ে? গোটা দেশ তা নিয়ে জিজ্ঞাসু। সেই আবহে খুব স্বাভাবিক ভাবেই আসছে দুই দেশের শক্তির প্রতিতুলনা। এটা মেনে নেওয়া ছাড়া, কোনও উপায়ই নেই যে, ভারতের শক্তি পাকিস্তানের থেকে অনেক বেশি। প্রতিরক্ষার দিক থেকে অনেকটাই এগিয়ে ভারত। তাহলে আসুন, দেখে নেওয়া যাক, দুদেশের শক্তি।
কত সেনা চলেছে সমরে
ভারতের কত সেনা? ১.৪ মিলিয়ন বা ১৪ লক্ষ। এর মধ্যে আর্মিতে ১২৩৭০০০, নেভিতে ৭৫৫০০, এয়ার ফোর্সে ১৪৯৯০০ এবং কোস্ট গার্ডে ১৩৩৫০। আর পাকিস্তানের? ৭ লক্ষ। এর মধ্যে আর্মিতে ৫৬০০০০, নেভিতে ৩০, ০০০ এবং এয়ার ফোর্সে ৭০,০০০! ভারতের গ্রাউন্ড ফোর্স-- ভারতের রয়েছে ৯৭৪৩টি আর্টিলারি, ৩৭৪০টি মেইন ব্যাটল ট্যাংক। আর পাক-ভূমিশক্তি? ৪৬১৯টি আর্টিলারি, ২৫৩৭টি মেইন ব্যাটল ট্যাংক। এয়ার ফোর্সে ভারতের ৭৩০টি কমব্যাট-কেপেবল এয়ারক্রাফ্ট আছে। সেই জায়গায় পাকিস্তানের আছে মাত্র ৪৫২টি। ভারতের ১৬টি সাবমেরিন, ১১টি ডেস্ট্রয়ার, ১৬টি ফ্রিগেটস এবং দুটি এয়ারক্র্যাফ্ট কেরিয়ার। সেই জায়গায় পাকিস্তানের রয়েছে অর্ধেক সাবমেরিন, ৮টি। আর ফ্রিগেটস? মাত্র ১০টি।
পরমাণুশক্তি
পোশাকি টার্মে নিউক্লিয়ার আর্সেনাল বলা হয়। ভারতের রয়েছে ১৭২টি ওয়ারহেডস। পাকিস্তানের ১৭০টি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)