Home> দুনিয়া
Advertisement

আবেগ বুঝে নেবে গুগল গ্লাসের নয়া অ্যাপ, বলে দেবে বয়সও

এমন একটা অ্যাপ থাকলে কেমন হত যে অ্যাপটি সহজেই জানান দিত পারত যার সঙ্গে আপনি কথায় ব্যস্ত তার মেজাজ কেমন? গুগল গ্লাসের নয়া সংস্করণে থাকছে এমনই একটি অ্যাপ। এই অ্যাপ আপনি যার সঙ্গে কথা বলছেন শুধু মাত্র তার মুড কেমন সেটাই জানাবে না, তার সঙ্গেই হদিশ দেবে সেই ব্যক্তির বয়সেরও।

আবেগ বুঝে নেবে গুগল গ্লাসের নয়া অ্যাপ, বলে দেবে বয়সও

ওয়েব ডেস্ক: এমন একটা অ্যাপ থাকলে কেমন হত যে অ্যাপটি সহজেই জানান দিত পারত যার সঙ্গে আপনি কথায় ব্যস্ত তার মেজাজ কেমন? গুগল গ্লাসের নয়া সংস্করণে থাকছে এমনই একটি অ্যাপ। এই অ্যাপ আপনি যার সঙ্গে কথা বলছেন শুধু মাত্র তার মুড কেমন সেটাই জানাবে না, তার সঙ্গেই হদিশ দেবে সেই ব্যক্তির বয়সেরও।

আবেগ বুঝে নেওয়ার সফটওয়্যারটি গুগল গ্লাসের পুঁচকি লুকানো কম্পুউটারে যে ভিডিও ফুটে ওঠে তা বিশ্লেষনে সক্ষম।

রাগ, খুশি, দুঃখ এবং অবাক হওয়া এই, চার ধরণের আবেগ বুঝতে পারে নয়া এই অ্যাপ। আবেগ বুঝে স্ক্রিনে সেই সম্পর্কে তথ্য সরবারহ করে।

ডেক্সটপ কম্পুউটারেও এই অ্যাপ খুব শীঘ্র আসতে চলেছে।

 

 

Read More