Home> দুনিয়া
Advertisement

Nigeria Massacre: ভোররাতে গ্রামে ঢুকে ১০০ জনকে খুন বন্দুকবাজদের, মাঠঘাটে ছড়িয়ে লাশ, নিখোঁজ বহু...

Nigeria Massacre: গত মাসে সেন্ট্রাল বেনুতে একদল বন্দুকধারী গুলি করে ৪২ জনকে মেরে ফেলে। ২০১৯ সাল থেকে একের পর এক এররকম হামলায় ৫০০ জনের মৃত্যু হয়েছে

Nigeria Massacre: ভোররাতে গ্রামে ঢুকে ১০০ জনকে খুন বন্দুকবাজদের, মাঠঘাটে ছড়িয়ে লাশ, নিখোঁজ বহু...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর ঘটনা নাইজেরিয়ায়। গ্রামে ঢুকে গুলি চালিয়ে দিল বন্দুকধারীরা। নৃশংস ওই ঘটনায় এখনওপর্যন্ত নিহত হয়েছেন ১০০ জন। নিখোঁজ বহু মানুষ। অ্যামনেস্টি ইন্টারন্যাশানাল জানিয়েছে, নাইজেরিয়ায় বেনু প্রদেশের একটি গ্রামে হামলা চালায় বন্দুকবাজরা। নিহতের সংখ্যা কোথায় দাঁড়াবে তা এখনই বলা যাচ্ছে না।

শনিবার ভোরে অতর্কিতে গ্রামে ঢুকে হামলা চালায় হামলাকারীরা। অ্যামনেস্টির তরফে এক্স হ্যান্ডেল এক পোস্টে বলা হয়েছে, বহু মানুষ আহত, অনেকে নিখোঁজ। যারা আহত তাদের চিকিত্সার উপযুক্ত ব্যবস্থা নেই। অনেকে ঘরে তালা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বহু দেহ এমনভাবে পুড়েছে যে দেহ চিনতে পারা যাচ্ছে না।

যেভাবে সাধারণ মানুষকে খুন করা হয়েছে তার নিন্দা করছে অ্যামনেস্টি। ওই হামবার ফলে অনেকেই এলাকা ছেড়ে দিয়েছেন। এলাকায় খাদ্য সমস্যা দেখা দিতে পারে। কারণ যারা নিহত হয়েছেন ও ঘর ছেড়ে পালিয়েছেন তাদের সাবাই কৃষক। সরকারের এনিয়ে খুব দ্রুত ব্যবস্তা নেওয়া উচিত। যারা ওই হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দিতে হবে। 

এদিকে, পুলিসের মুখপাত্র এদেমা ইডেট বলেছেন, বেনুর ইলেওয়ায়টায় হত্যাকাণ্ড চালিয়েছে বন্দুকধারীরা। তবে কতজন নিহত তা এখনও স্পষ্ট নয়। এদিকে, পুলিস যাই বলুক না কেন সোশ্যাল মিডিয়ায় মৃতদেহের ছবি ছড়িয়ে পড়েছে। 

আরও পড়ুন-সিনেপাড়ায় শোকের ছায়া! মাত্র ৪৩ বছরে হার্ট অ্যাটাক, প্রয়াত কান্তারা অভিনেতা...

আরও পড়ুন- মায়ের সম্মতিতেই দিনের পর দিন মেয়েকে ধর্ষণ 'গুণধর' বাবার! কাউকে বললেই...

নাইজেরিয়ায় মাঝামাঝি জায়গায় রয়েছে বেনু প্রদেশ। এলাকাটির উত্তরাংশ মুসলিম অধ্যুসিত। অন্যদিকে, দক্ষিণে থাকেন খ্রিষ্টান ধর্মালম্বী মানুষজন। জমি নিয়ে এলাকায় খুনোখুনি লেগেই থাকে। মূলত কৃষিজমির দখল ও পশুচারণভূমির দখল নিয়েই দুই গোষ্ঠীর লড়াই। এই লড়াইটা অনেকসময় জাতি দাঙ্গায় পর্যবসিত হয়।

গত মাসে সেন্ট্রাল বেনুতে একদল বন্দুকধারী গুলি করে ৪২ জনকে মেরে ফেলে। ২০১৯ সাল থেকে একের পর এক এররকম হামলায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। আতঙ্কে এলাকা ছেড়ে চলে গিয়েছেন ২২ লাখ মানুষ। বেনুর ঘটনায় এলাকার মানুষজন স্থানীয় পশুপালকদের দায়ি করেছেন। কারণ স্থানীয় কৃষক ও পশুপালকরা প্রায়শই জমির দখল নিয়ে লড়াই করেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More