Home> দুনিয়া
Advertisement

কন্যাসন্তানের জন্ম দিলেন Harry-Meghan, রাজপরিবারে খুশির হাওয়া

ডিউক এবং ডাচেস অব সাসেক্স হ্যারি-মেগান কন্যাসন্তানের নাম রাখলেন লিলিবেট লিলি ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।

কন্যাসন্তানের জন্ম দিলেন Harry-Meghan, রাজপরিবারে খুশির হাওয়া

নিজস্ব প্রতিবেদন: ছেলের পর এবার মেয়ে। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় একটি বেসরকারি হাসপাতালে জন্ম নিল হ্যারি-মেগানের দ্বিতীয় সন্তান। ডিউক এবং ডাচেস অব সাসেক্স হ্যারি-মেগান তাদের কন্যাসন্তানের নাম রাখলেন লিলিবেট লিলি ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।

হ্য়ারি ও মেগান একটি বিবৃতিতে জানিয়েছন, ''৪ জুন সকাল ১১টা ৪০ মিনিটে স্যান্টা বারবারা কটেজ হাসপাতালে লিলির জন্ম হয়েছে। আমরা যেমনটা কল্পনা করেছিলাম সেই প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে সে। সকলের ভালবাসা ও প্রার্থনায় আমরা কৃতজ্ঞ।''  

আরও পড়ুন, Wagah border-র ওপারে সম্প্রীতির সুর: পাক টেলিসিরিজে রবীন্দ্রগান!

মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে। হ্যারির প্রমাতামহীর ডাকনাম অনুযায়ী মেয়ের নাম রাখা হয়েছে লিলি। ওয়েলসের প্রয়াত রাজকুমারী তথা হ্যারির মা ডায়ানার নামও রয়েছে তার সঙ্গে। 

রাজপুত্র প্রিন্স এবং মেগানের দ্বিতীয় সন্তান এটি। তাদের ২ বছরের পুত্র সন্তানের নাম আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর। প্রসঙ্গত,  রানি এলিজ়াবেথের দশম প্রপৌত্রি লিলি। 

Read More