Home> দুনিয়া
Advertisement

Bangladesh: দেশজুড়ে চলছে টানা বৃষ্টি, ফুঁসে উঠেছে বাংলাদেশের অধিকাংশ নদী, কী বলছে আবহাওয়া দফতর?

Bangladesh:  বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ফেনী, সাঙ্গু, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে, এসব নদীর পানির মাত্রা আগামী এক দিন বৃদ্ধি পেয়ে পরে স্থিতিশীল হতে পারে

Bangladesh: দেশজুড়ে চলছে টানা বৃষ্টি, ফুঁসে উঠেছে বাংলাদেশের অধিকাংশ নদী, কী বলছে আবহাওয়া দফতর?

সেলিম রেজা, ঢাকা: গত তিন দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে অনেকে বন্যার আশঙ্কা করছেন। তবে আপাতত বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ জল উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হলেও প্রধান নদীগুলোর জল বিপদসীমার নীচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই, আগামী দিনে বন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আগামী ২৪ ঘণ্টায়ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। এই সময়ে বাংলাদেশের চট্টগ্রামের প্রধান নদ-নদীর জল বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা, সুরমা, কুশিয়ারা কোনওটিরও জল বিপদসীমা অতিক্রম করেনি। শুধু বাংলাদেশের ফেনীর মুহুরি, চট্টগ্রাম বান্দরবানের সাঙ্গু সতর্কসীমায় প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টিপাত ৪৮ থেকে ৭২ ঘণ্টায় কমে গেলে জলও কমে যাবে।

রায়হানের মতে, আমাদের অববাহিকায় বন্যা পরিস্থিতি নেই। ভারতের আসাম ত্রিপুরা, মেঘালয়, বিহার, উত্তরপ্রদেশে বন্যা নেই। এ কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন-এলাকার একশো মহিলার সঙ্গে.... কার্তিককে খুঁজছিল পুলিস, অবশেষে...

আরও পড়ুন-ভারী বৃষ্টিতে তোলপাড় হবে এইসব জেলা, দুর্যোগ কমবে কবে?

এদিকে, বাংলাদেশের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জি ২৪ ঘন্টাকে বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে বন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ বৃষ্টি আমাদের উত্তর দিকে হচ্ছে না, পশ্চিম দিকে হচ্ছে। তাই, বাংলাদেশে বন্যার প্রবণতা কম।
বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাসেও জানানো হয়েছে, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ফেনী, সাঙ্গু, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে, এসব নদীর পানির মাত্রা আগামী এক দিন বৃদ্ধি পেয়ে পরে স্থিতিশীল হতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More