Home> দুনিয়া
Advertisement

Nepal Plane Crash:পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে পড়ল কপ্টার! মৃত ৪, ফের দুর্ঘটনা নেপালে...

দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটি এয়ার ডাইন্যাস্টি নামে নেপালেরই একটি বিমানসংস্থা। কাঠমান্ডু থেকে ওড়ার মিনিট তিনেকের মধ্য়ে কপ্টারটি পৌঁছে যায় সূর্যচৌর এলাকায়। এরপর চালকের সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনওভাবেই কপ্টারের সঙ্গে যোগাযোগ  করা যাচ্ছিল না। শেষে দুর্ঘটনার খবর আসে।

Nepal Plane Crash:পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে পড়ল কপ্টার! মৃত ৪, ফের দুর্ঘটনা নেপালে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের দুর্ঘটনা! পাহাড়ের ঢালে ধাক্কা লেগে এবার ভেঙে পড়ল হেলিকপ্টার। প্রাণ হারালেন ৪ জন। উদ্ধারকাজ চলছে। আবার সেই নেপাল।

আরও পড়ুন:  Bangladsh Movement: সংখ্যালঘুদের উপরে হামলায় জড়ানো যাবে না, দলের কর্মীদের নির্দেশ খালেদার

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘড়িতে তখন ১ বেজে ৫৪ মিনিট। আজ, বুধবার দুপুরে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিল হেলিকপ্টারটি। গন্তব্য ছিল, রসুয়া। মাঝ-পথে নুওয়াকোটে জেলার সূর্যচৌর এলাকায় পাহাড়ের সঙ্গে কপ্টারের সংঘর্ষ হয়। প্রাথমিক অনুমান, প্রতিকূল আবহাওয়া থাকার কারণেই এই দুর্ঘটনা।  তবে কপ্টারে যান্ত্রিক  ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটি এয়ার ডাইন্যাস্টি নামে নেপালেরই একটি বিমানসংস্থা। কাঠমান্ডু থেকে ওড়ার মিনিট তিনেকের মধ্য়ে কপ্টারটি পৌঁছে যায় সূর্যচৌর এলাকায়। এরপর চালকের সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনওভাবেই কপ্টারের সঙ্গে যোগাযোগ  করা যাচ্ছিল না। শেষে দুর্ঘটনার খবর আসে।

এর আগে, নেপালের কাঠমান্ডুর এই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক-অফ করার পরেই ভেঙে পড়েছিল এক বিমান। আগুন ধরে গিয়েছিল বিমানটিতে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৮ জনের।

আরও পড়ুন:  Bangladesh Protest: প্রতিদিন কোটি কোটি টাকা ক্ষতির মুখে ট্রাক-শিল্প! থমকে সীমান্ত পণ্য পরিবহণ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More