Home> দুনিয়া
Advertisement

ফের অ্যাসিড হামলা! কবে বন্ধ হবে এসব!

মেয়েদের উপর অ্যাসিড হামলা বন্ধ হবে কবে? বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জেসমিন আখতার। বয়স ২৩ বছর। গোটা মুখ, মাথা, শরীরের নিচের অংশ ঝলসে গিয়েছে তাঁর। ভাবছেন, জেসমিনের অবস্থা কোন অপরাধী করল এমন? জেসমিনের স্বামী!

 ফের অ্যাসিড হামলা! কবে বন্ধ হবে এসব!

ওয়েব ডেস্ক: মেয়েদের উপর অ্যাসিড হামলা বন্ধ হবে কবে? বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জেসমিন আখতার। বয়স ২৩ বছর। গোটা মুখ, মাথা, শরীরের নিচের অংশ ঝলসে গিয়েছে তাঁর। ভাবছেন, জেসমিনের অবস্থা কোন অপরাধী করল এমন? জেসমিনের স্বামী!

জেসমিনের অপরাধ? তাঁর পরিবার পণ দিতে পারেনি সময়মতো। সেই রাগে তাঁর স্বামী এভাবে অ্যাসিড ছুঁড়ে মেরে ফেলতে চেয়েছিল মানুষটাকে। জেসমিন একাই নন। ১৯৯৯ সাল থেকে ২০১৬ সালের মধ্যে মোট ১৮৪৭ জন মিহলার উপর অ্যাসিড হামলা হয়েছে। এদের মধ্যেই জেসমিন একজন। কিন্তু কবে বন্ধ হবে সামাজিক এই ব্যাধি! কে দেবে জবাব?

Read More