Home> দুনিয়া
Advertisement

উষ্ণতার খবর পড়তে গিয়ে 'হট প্রেজেন্টেশন' সঞ্চালিকার

রোমানিয়ান একটি চ্যানেলের সাংবাদিক রোক্সানা ভান্সিয়া। জনগণকে আবহাওয়ার খবর দেওয়াই তাঁর কাজ। গতকালও এই কাজই করছিলেন তিনি। ম্যাপের সামনে দাঁড়িয়ে জানাচ্ছিলেন উষ্ণতার খবর। কিন্তু হঠাতই একটু বেশি বেড়ে যায় রোক্সনার 'উত্তাপ'।

উষ্ণতার খবর পড়তে গিয়ে 'হট প্রেজেন্টেশন' সঞ্চালিকার

ওয়েব ডেস্ক: রোমানিয়ান একটি চ্যানেলের সাংবাদিক রোক্সানা ভান্সিয়া। জনগণকে আবহাওয়ার খবর দেওয়াই তাঁর কাজ। গতকালও এই কাজই করছিলেন তিনি। ম্যাপের সামনে দাঁড়িয়ে জানাচ্ছিলেন উষ্ণতার খবর। কিন্তু হঠাতই একটু বেশি বেড়ে যায় রোক্সনার 'উত্তাপ'।

খবর পড়তে পড়তে হঠাতই বেশি উত্তেজিত হয়ে লাফাতে শুরু করেন রোক্সানা। আর তাতেই ঘটে যায় অঘটন। পোশাকের আবরণ ছেড়ে উন্মুক্ত হয়ে পড়ে তাঁর বক্ষ। ২৫ বছরের তরুণীর এই 'সংবাদ পরিবেশন'-এর লাইভ টেলিকাস্ট দেখেন ৪০ লক্ষেরও বেশি মানুষ। মুহূর্তের মধ্যে ইণ্টারনেটে ভাইরাল হয়ে যায় রোক্সানার 'খবর'। তবে আবহাওয়ার এমন 'হট' খবর এই প্রথম নয়। মেক্সিকান চ্যানেলে গত বছর এরকম 'খবর' পরিবেশন করেছিলেন ইয়ানেট গার্সিয়া।

Read More