Home> দুনিয়া
Advertisement

Iran Port Blast: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল গোটা বন্দর, কতজনের মৃত্যু? আহত কত?....

Iran Port Blast: তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে রয়েছে শহিদ রাজয়ি বন্দর। এটি বন্দরটি  বন্দর আব্বাস শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার পশ্চিমে এবং হরমুজ প্রণালির উত্তরে

Iran Port Blast: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল গোটা বন্দর, কতজনের মৃত্যু? আহত কত?....

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের শহিদ রাজয়ি বন্দর। পাহাড় প্রমাণ ধোঁয়ায় ভরল চারপাশ। এখনওপর্য়ন্ত পাওয়া খবর অনুযায়ী ওই বিস্ফোরণে ৫১৬ জন আহত হয়েছেন। মৃত্য়ু হয়েছে ৪ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

জানা যাচ্ছে একটি কন্টেইনার থেকে ওই বিস্ফোরণ ঘটে বলে জানা যাচ্ছে। এর পরই অন্য়ান্য কন্টেইনারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে যায়। এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। রাসায়নিক বোঝাই ওইসব কন্টেইনারের আগুন নেভাতে কপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল য়ে প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরও পড়ুন-ধসে ফের বিপর্যস্ত নর্থ সিকিম! আটকে ১৪০০ পর্যটক, চলছে উদ্ধারকাজ...

রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে রয়েছে শহিদ রাজয়ি বন্দর। এটি বন্দরটি  বন্দর আব্বাস শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার পশ্চিমে এবং হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত।  এই বন্দর রয়েছে ইরানের হরমোজগান প্রদেশে। প্রকৃতিক দুর্যোগ মোকাবিলা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, শহীদ রাজয়ি বন্দরে কয়েকটি কনটেইনার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী পাঠানো হয়েছে।

আরও পড়ুন-শহিদ জওয়ান ঝন্টু শেখের পরিবারের পাশে মমতা, স্ত্রীকে চাকরি, পরিবারকে ১০ লক্ষ টাকা

জেরুজালেম পোস্টের একটি খবর অনুযায়ী, যেখানে বিস্ফোরণ হয়েছে তার খুব কাছেই ইসলামিক রেভোলিউশনারি গার্ড করপসের ন্যাভাল বেস। সেটির কোনও ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যাচ্ছে না। তবে ওই বিস্ফোরণের সঙ্গে ইজরায়েলের কোনও সম্পর্ক নেই। এক আন্তর্জাতিক সংবাদসসংস্থার খবর অনুযায়ী বন্দরের একাধিক কন্টেইনারে বিস্ফোরণ ঘটে যায়। আসপাশের ভবনেরও তাতে ক্ষতি হয়। তবে এর সঙ্গে ইরানের তেল শোধনাগারের কোনও সম্পর্ক নেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More