Home> দুনিয়া
Advertisement

মহাকাশে 'ক্যুরিয়র' করে পাঠানো হল আইসক্রিম

মহাকাশে 'ক্যুরিয়র' করে পাঠানো হল আইসক্রিম

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গবেষণার স্বার্থে বিভিন্ন সময়েই প্রয়োজন বিভিন্ন যন্ত্রপাতির। মহাকাশযানে করে প্রযোজনীয় সেসব যন্ত্রপাতি পাঠিয়ে দেওয়া হয় নির্দিষ্ট গন্তব্যে। এবার প্রায় তিন হাজার কেটি গবেষণা সামগ্রীর সঙ্গে কার্গোতে করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে 'ক্যুরিয়র' করা হল আইসক্রিমও।

সোমবার ড্রাগন মহাকাশযানে করে পাঠানো হয় এই আইসক্রিম। ফ্রিজারে করে পাঠানো হয়েছে চকলেট, ভ্যানিলার গন্ধযুক্ত ছোট ছোট কাপ আইসক্রিম। বুধবার সকালে মহাকাশযান পৌঁছলে নিঃসন্দেহে যা বড় চমক মহাকাশচারীদের কাছে।

সেপ্টেম্বর মাসে আবার পৃথিবীতে ফিরবে ড্রাগন। তখনই আবার ফিরিয়ে আনা হবে ফ্রিজারগুলি। এমনটাই জানানো হয়েছে নাসার তরফে।

আরও পড়ুন, গ্রহের চৌম্বকক্ষেত্রের উপর সৌর বিকিরণের প্রভাব, ভাইরাল ভিডিও

Read More