Home> দুনিয়া
Advertisement

China Military: পাকিস্তান মার খেতেই নড়েচড়ে বসল চিন! জল সীমান্তে যুদ্ধজাহাজের ভিড়...

China-Taiwan: ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির আবহেই নড়েচড়ে বসল চিন। তাইওয়ানের পক্ষ থেকে জানা গিয়েছে, তাদের এলাকা সংলগ্ন অঞ্চলে টহলদারি চালাচ্ছে চিন।

China Military: পাকিস্তান মার খেতেই নড়েচড়ে বসল চিন! জল সীমান্তে যুদ্ধজাহাজের ভিড়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার সন্ধ্যেবেলা জানা যায়, ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিতে (India Pakistan Ceasefire) রাজি হয়েছে।  যে দেশ মাত্র ৪ দিন লড়াই করার ক্ষমতা রাখে সেই দেশের শেষপর্যন্ত বাস্তববুদ্ধির উদয় হল। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি(Vikram Misri) বলেন, পাকিস্তানের ডিজিএমও বিকেলে ফোন করেন ভারতের ডিজিএমওকে। তার পরই সংঘর্ষবিরতিতে সম্মত হয় দুদেশ। রঘু নায়ার বলেন, বিদেশ সচিব বলেছেন জল, স্থল ও আকাশে সব সেনা তত্পরতা বন্ধ করার ব্যাপারে সম্মত হয়েছে দুই দেশ। ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনাকে তা মেনে চলতে বলা হয়েছে।

আরও পড়ুন:India Pakistan Ceasefire: গিরগিটি পাকিস্তান! সংঘর্ষবিরতিকে নিজেদের জয় বলে কাগুজে বাঘ সাজছেন শেহবাজ...

এই পরিস্থিতির মধ্যেই নড়েচড়ে বসল চিন সরকার(China Government)। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রালয়(Taiwan’s Ministry of National Defence) জানিয়েছে যে রবিবার সকাল ৬টায় তারা চিনের পাঁচটি যুদ্ধবিমান, নয়টি নৌযান এবং একটি সরকারি জাহাজকে তাদের এলাকা সংলগ্ন অঞ্চলে তৎপরতা চালাতে দেখেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় (MND) জানিয়েছে, তারা চিনের প্রতি গতিবিধি নজরে রেখেছে এবং প্রয়োজন পড়লে তারা সঠিক পদক্ষেপ নেবে।

একটি পোস্টে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় (MND) জানিয়েছে, 'আজ সকাল ৬টায় চিনের পিপলস লিবারেশন আর্মির (PLA) ৫টি যুদ্ধবিমান, নৌবাহিনীর (PLAN) ৯টি জাহাজ এবং একটি সরকারি জাহাজ তাইওয়ানের চারপাশে তৎপরতা চালাতে দেখা গিয়েছে। তাইওয়ানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি নজরদারি করেছে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়েছে।'

আরও পড়ুন:Balochistan vs Pakistan: 'কেউ কলমা পড়তে বলে হিন্দুদের খুন করতে পারে না...', বিদ্রোহী বালোচনেত্রীর ওপেন চ্যালেঞ্জ পাকিস্তানকে!

এর আগেও শুক্রবার তাইওয়ান জানিয়েছিল যে, সাতটি চিনা বিমান উড়ান, নৌবাহিনীর (PLAN) ৮টি জাহাজ এবং একটি সরকারি জাহাজ তাইওয়ানের চারপাশে তৎপরতা চালাচ্ছে বলে সনাক্ত করা হয়েছে। এমনকী সাতটি অভিযানের মধ্যে চারটি মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম ADIZ-এ প্রবেশ করে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More