Home> দুনিয়া
Advertisement

Imran Khan auction Price 80 Lakhs: ঈদেই জবাই 'ইমরান খান'? পাকিস্তানে দাম উঠেছে ৮০ লাখ!

Imran Khan: ইতিমধ্যে টিকটক, ইউটিউব আর ইন্সটাগ্রামে 'ইমরান খান'-এর ভিডিওগুলো মিলিয়ন বেশ সাড়া ফেলেছে।

Imran Khan auction Price 80 Lakhs: ঈদেই জবাই 'ইমরান খান'? পাকিস্তানে দাম উঠেছে ৮০ লাখ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 

পাকিস্তানের কোরবানির হাটে এ বছর সবার নজর কেড়েছে এক বিশালাকার ষাঁড়। যার আবার নাম রাখা হয়েছে 'ইমরান খান'। অনেকেই মজা করে বলছেন, 'এটা শুধু ষাঁড় না, এটা যেন একটা চলমান পাহাড়'।

পাঞ্জাবের বিখ্যাত এক খামার থেকে আনা হয়েছে এই ষাঁড়টি, যার ওজন প্রায় ১৮০০ কেজির। বিশাল দানবাকৃতির শরীর, লম্বা শিং, আর চকচকে গায়ের গঠন, সব মিলিয়ে হাটে তুললেই তাকে দেখতে রীতিমতো ভিড় লেগে যায়।

বিশাল এই ষাঁড়টির মালিক বলেন, ‘এইটা শুধু গরু না ভাই, এইটা আমার পরিবারের সদস্য। ৩ বছর ধরে একে নিজের সন্তানের মতো মানুষ করেছি। নাম দিয়েছি ‘ইমরান খান’। নামের পেছনে মানে আছে, ইমরান খান তো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর নাম। তার প্রতি ভালোবাসা থেকেই এই নাম দিয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: Bangladesh: 'বাংলাদেশের একটাই লোক নির্বাচন চায় না, সে হল ড. ইউনূস!'

ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট, উচ্চতা ৬.৫ ফুট আর ওজন ১৮০০ কেজি। যার দাম হাঁকা হচ্ছে ৮০ লাখ ৪ হাজার পাকিস্তানি রুপি।

 ইতিমধ্যে টিকটক, ইউটিউব আর ইন্সটাগ্রামে "ইমরান খান"-এর ভিডিওগুলো মিলিয়ন বেশ সাড়া ফেলেছে। পাকিস্তানি হাটে এমন আকর্ষণীয় নাম আর বিশাল গড়নের গরু দেখে মানুষ যেমন বিস্মিত, আর সীমাহীন আনন্দিতও।

এ বছর পাকিস্তানের কোরবানির হাটে যদি কোনো ষাঁড়কে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, তাহলে সেটা নিঃসন্দেহে এই ইমরান খান। এটি যেন কোরবানির হাটের এক জীবন্ত তারকায় পরিণত হয়েছে পাকিস্তানে !

আরও পড়ুন: Jewellery shop closed in Bangladesh: পুলিশি জুলুমের জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে দেশের সব গয়নার দোকান! হচ্ছেটা কী

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

Read More