Home> দুনিয়া
Advertisement

India Bans Imports From Bangladesh: বাংলাদেশ থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত! কী কী পণ্য? পকেটে কতটা টান পড়বে ভারতীয়দের?

India Bans Jute Woven Fabric Imports From Bangladesh: বলিউড সুপারস্টার সলমান খান মস্তিষ্কের কঠিন রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সেই অসুস্থতা তাঁকে অবশ্য সেভাবে কাবু করতে পারেনি বলেই মনে হয়, কারণ, তিনি তো এই অবস্থাতেই অবিরাম কাজ করে যাচ্ছেন। কিন্তু তিনি তো সলমান। তাঁর পক্ষে অনেক কিছুই সম্ভব। যদি আপনার-আমার এই রোগ হয়? কী করবেন?

India Bans Imports From Bangladesh: বাংলাদেশ থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত! কী কী পণ্য? পকেটে কতটা টান পড়বে ভারতীয়দের?

সেলিম রেজা, ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রীজগন্নাথদেবের (Jagannath Dev) রথযাত্রা উৎসব (Rath Yatra) শুরু হয়েছে। এদিকে, এরই মধ্যে এসে গেল অন্য খবর। নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের (Bangladesh) বোনা কাপড়, পাট ও সুতোর পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত। শুক্রবার রাতে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতরের মহাপরিচালক এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন: Sikkim Earthquake: ভয়াবহ! কেঁপে উঠল পাহাড়, দুলে উঠল মাটি! সিকিমের কম্পনে আতঙ্কে বাংলা! ধ্বংসের চেহারাটা কেমন?

আরও পড়ুন: Puri Rath Yatra 2025: জগন্নাথ মাসির বাড়ি যেতে না পারায় গেল-গেল রব পুরীতে! কে এই জগন্নাথের মাসি? কেন তাঁর কাছে যান প্রভু?

স্থলবন্দরে না

এই বিবৃতিতে বলা হয়েছে, “ভারত-বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না। শুধুমাত্র নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে নির্দিষ্ট এসব পণ্য আমদানি করা যাবে। যার মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতো, পাটের একক সুতো, ব্লিচ না করা পাটের বোনা কাপড়।”

নহভা শেভা এবং কলকাতা বন্দর

এর আগে গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। ওই সময় এই পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নহভা শেভা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল ভারত। 

৭০০ মিলিয়ন ডলার

বাংলাদেশ ভারতে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি করে। স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এই খাতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতর জানিয়েছে, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে যেসব পণ্য যাবে, সেগুলির ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কিন্তু এসব পণ্য পুনরায় রফতানি করা যাবে না।

রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানী ঢাকার স্বামীবাগ ইসকন মন্দির থেকে বিকেল ৪ টার দিকে রথযাত্রা শুরু হয়। রথযাত্রাটি রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী ৫ জুলাই বিকেল ৪টায় ঢাকেশ্বরী মন্দির হতে শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে এসে শেষ হবে উল্টো রথযাত্রা। উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে এ বছরের রথযাত্রা শেষ হবে। এদিকে ধর্মীয় এই উৎসব ঘিরে রাজধানী ঢাকার স্বামীবাগ ইসকন মন্দির প্রাঙ্গণে ঢল নেমেছে লাখো সনাতন ধর্মাবলম্বী মানুষের। রথযাত্রা ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে পাহারায় রয়েছে পুলিস-সহ বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More