জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দুত্ববাদী দল বিজেপির (BJP) নেতৃত্বাধীন ভারত সরকার সম্প্রতি শত শত জাতিগত বাঙালি মুসলিমকে (Bengali Muslims) যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে (Bangladesh) বিতাড়ন করেছে। তাঁদের অনেকে ভারতেরই নাগরিক (Indian Citizens)। তাঁরা বাংলাদেশ-সীমান্তবর্তী রাজ্যগুলির বাসিন্দা। অবৈধ অভিবাসী অভিযোগে বাংলাদেশে পাঠানো হচ্ছে তাঁদের।
আইনি সুরক্ষা
চলতি বছরের মে মাস থেকে বিজেপি সরকার বৈধ অনুমতি ছাড়া লোকজনের অনুপ্রবেশ ঠেকানোর অজুহাতে জাতিগত দিক থেকে বাঙালি এই সব মুসলিম মানুষজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর অভিযান শুরু করেছে। বলা হচ্ছে, এ ধরনের বেআইনি বিতাড়ন অবিলম্বে বন্ধ করা উচিত। বরং সকলের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে; যাতে তাঁরা বেআইনি আটক বা জবরদস্তিমূলক বিতাড়নের শিকার না হন।
হয়রানি
অসম, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওডিশা, রাজস্থান-- বিজেপিশাসিত রাজ্যগুলির কর্তৃপক্ষ মুসলিমদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষীদের (বিএসএফ) হাতে তুলে দিচ্ছে। আটক ব্যক্তিরা মূলত দরিদ্র অভিবাসী শ্রমিক। কিছু ক্ষেত্রে অভিযোগ রয়েছে যে, সীমান্তরক্ষীরা আটক ব্যক্তিদের নাগরিকত্ব যথাযথভাবে যাচাই না করেই হুমকি দিয়ে ও কখনও মারধর করে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছেন। পরবর্তী সময়ে অনেকে ভারতের নাগরিক বলে প্রমাণিত হওয়ায় তাঁদের ফিরিয়ে নিতে বাধ্যও হয়েছে ভারত।
বৈষম্যমূলক মনোভাব
সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিজেপি ভারতীয়-সহ জাতিগত ভাবে বাঙালি মুসলিমদের নির্বিচার দেশ থেকে তাড়িয়ে আসলে বৈষম্যমূলক মনোভাবই উসকে দিচ্ছে। যদিও সরকার বলছে, তারা অনিয়মিত অভিবাসন মোকাবিলা করছে, কিন্তু তাদের যথাযথ প্রক্রিয়ার প্রতি অবজ্ঞা, দেশীয় আইনে নিশ্চয়তা ও আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডকে উপেক্ষা-- এসব তাদের এই দাবিকে সেভাবে বিশ্বাসযোগ্য করে তোলে না বলেই অভিযোগ।
১৫০০-রও বেশি মুসলিম এবং ১০০ রোহিঙ্গা
জানা গিয়েছে, ভারত সরকার বিতাড়িত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত ভারত থেকে ১৫০০ জনেরও বেশি মুসলিম পুরুষ, নারী ও শিশুকে বাংলাদেশে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে মায়ানমার থেকে ভারতে পালিয়ে আসা প্রায় ১০০ রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন। এবং এই বিতাড়ন-প্রক্রিয়া এখনও চলছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)