ওয়েব ডেস্ক : চিন নয়, বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র এখন ভারত। চিনা ডেমোগ্রাফারের এই তথ্যে এখন বিশ্বেজুড়ে দেখা দিয়েছে বিতর্ক। তাঁর তথ্যের সঙ্গে মিলছে না সরকারি তথ্য।
সম্প্রতি, ই ফুক্সিয়ান নামে এক ডেমোগ্রাফার দাবি করেছেন চিনের জনসংখ্যা ১২৯ কোটি। তবে সরকারি তথ্য অনুসারে তা আরও ৯ কোটি বেশি। সেখানেই বেঁধেছে বিতর্ক। কারণ, বেশকিছু তথ্য দিয়ে উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র দাবি করেছেন তাঁর কথা নির্ভুল। যদিও, চিনা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন- নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন প্রচণ্ড
এদিকে, ২০১৬ সালে সরকারি ভাবে ভারতের জনসংখ্যা ১৩৩ কোটি ছুঁয়েছে। তাই ই ফুক্সিয়ানের তথ্য ধরতে গেলে এই মুহূর্তে ভারতই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।