জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভারতের অপারেশন সিঁদুর-এ (Operation Sindoor) চিন্তার ভাঁজ পড়েছে চিনের (China) কপালে। তীব্র প্রতিক্রিয়া জানাল চিন। ভারতের তরফে যে অভিযান চালানো হয়েছে, তা 'দুঃখজনক' বলে মন্তব্য করল তারা। পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টা জায়গায় এয়ার টু সারফেস মিসাইল হামলা চালিয়েছে ভারত৷ হামলা চালানো হয়েছে জইশ, লস্কর এবং হিজবুল ঘাঁটি লক্ষ্য করে৷
এরপরই বুধবার বেজিং-এর বিদেশ মন্ত্রকের মুখপাত্র এক বিবৃতিতে জানান, পরিস্থিতি ‘দুঃখজনক’ এবং দুই প্রতিবেশী দেশকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে তারা। পাকিস্তানের আশ্রিত জঙ্গিদের উপর অভিযানকে 'নিন্দনীয়' বলে ব্যাখ্য়া করল শি জিনপিংয়ের দেশ। চীনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চিনা নাগরিকদের সংঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
এর আগে, পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে, চিন ইসলামাবাদের সমর্থনে এগিয়ে আসে। এই হামলার প্রতি চিনের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন একটি বিবৃতি, যেখানে তিনি বলেছিলেন, "আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। চিন সকল ধরণের সন্ত্রাসবাদের দৃঢ়ভাবে বিরোধিতা করে... আমরা প্রাণহানির জন্য শোক প্রকাশ করি এবং শোকাহত পরিবার এবং আহতদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করি।"
তবে, চিন পাকিস্তানের প্রতি সমর্থন প্রকাশ করেছে। ২৭ এপ্রিল, চিনের স্বরাষ্ট্রমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ওয়াং ই তার পাকিস্তানি প্রতিপক্ষ ইসহাক দারের সঙ্গে কথা বলেন। কথোপকথনের সময়, ওয়াং পহেলগাম হামলার "দ্রুত এবং সুষ্ঠু তদন্ত" করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, "একজন লৌহঘটিত বন্ধু এবং সর্বকালের কৌশলগত সহযোগিতামূলক অংশীদার হিসেবে, চিন পাকিস্তানের বৈধ নিরাপত্তার উদ্বেগগুলি সম্পূর্ণরূপে বোঝে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষায় সমর্থন করে।"
প্রসঙ্গত, চিন দীর্ঘদিন ধরে পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী এবং গত দশকে এই অংশীদারিত্ব আরও গভীর হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) অনুসারে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের মোট অস্ত্র আমদানির ৮১% চীন থেকে এসেছে। এটি পূর্ববর্তী পাঁচ বছরের সময়ের তুলনায় ৭৪% বেশি। এই সময়ের মধ্যে পাকিস্তানে সরবরাহ করা চিনা অস্ত্রের মোট মূল্য ছিল ৫.২৮ বিলিয়ন ডলার, যা পাকিস্তানের মোট প্রতিরক্ষা আমদানির ৬৩%।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)