জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-পাক সংঘর্ষ (India Pakistan War) কি হবে? পহেলগাঁও-কাণ্ডের (Pahalgam Terror Attack) পালটা 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) শুরু হয়ে গিয়েছে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের (Terror Attack on Tourists at Pahalgam) বৈসরনে শুরু হয়েছিল পাক জঙ্গির অপারেশন। এরই প্রত্যাঘাতে ভারত গতকাল গভীর রাতে হামলা চালায় পাকিস্তানে। পাকিস্তান কি পারবে ভারতের আঘাত সামলাতে? এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এজেন্সির রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে বিস্ময়কর তথ্য পাওয়া গিয়েছে। কী?
পাকিস্তান পারবে ভারতের আঘাত সামলাতে?
পাকিস্তান কি পারবে ভারতের আঘাত সামলাতে? পাকিস্তান কি প্রতিরক্ষা বাজেট বাড়াতে পারবে? সম্প্রতি এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এজেন্সি মুডি-র রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে বিস্ময়কর তথ্য পাওয়া গিয়েছে। বিশ্ববিখ্যাত এই এজেন্সি মুডি-র রিপোর্টে যুদ্ধ লাগলে দু-দেশের অর্থনীতির পরিস্থিতি কী হবে, সেটার আলোচনা আছে। আছে তার গভীর বিশ্লেষণ। সেই রিপোর্টে বড় মাপের যুদ্ধের আশঙ্কার কথাও প্রকাশ করা হয়েছে। তবে, বলা হয়েছে, যদি ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষ লাগেই তবে ভয়ংকর খারাপ অবস্থা হবে পাকিস্তানের। পাকিস্তানের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আর ভারতে এর প্রভাব কম পড়বে।
৯ জায়গায় হামলা
পাক ও 'পকে' হামলা চালাত ভারত। বেছে বেছে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি উড়িয়ে দিল। জৈশ লস্কর, হিজবুল মুজাহিদিনের ডেরায় হামলা চালিয়েছে ভারত। বড় রকমের স্ট্রাইক ঘটেছে ভাওয়ালপুর মুরিদকে অঞ্চলে। যেখানে প্রাথমিক ভাবে ২৫ থেকে ৩০ জঙ্গি নিকেশ হয় ভোরের দিকে। মাত্র ২৫ মিনিটে ভারত ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের উপর। হামলা মোট ন'টি জায়গায়।
ভারত তার আক্রমণে খুবই সংযম দেখিয়েছে। সাধারণ মানুষের বসবাসের কোনও জায়গায় তারা আক্রমণ শানায়নি। সবটাই বেছে-বেছে, জঙ্গিদের ঘাঁটিতে। শীর্ষ সূত্র বলছে, এই স্ট্রাইকে মারা গিয়েছে জৈশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের জঙ্গিরা। খবর তেমন মিলছে না। তবে, যতটুকু জানা যাচ্ছে, পাকিস্তানে ১০০-র কাছাকাছি মৃত্যু ঘটেছে। আর ক্রস-ফায়ারের জেরে ভারতের অন্তত তিনজন মারা গিয়েছেন।
'জাস্টিস ইজ সার্ভড'
অন্য একটি সূত্র বলছে, ভারতের এই মিসাইল অ্যাটাকে পাকিস্তানের ২৬ জন অসামরিক মানুষ মারা গিয়েছেন, এছাড়াও ৪৬ জন আহত হয়েছেন। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এটাকে যুদ্ধ আখ্যায় আখ্য়ায়িত করেছেন। এবং বলেছেন, পাকিস্তানের এর যোগ্য জবাব দেওয়ার অধিকার আছে। কী ঘটেছিল কাল? গভীর রাতের অন্ধকারে সেনা ও এয়ার ফোর্স একযোগে পাকিস্তান এবং পাকিস্তান-অকুপায়েড-কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে এই হামলা চালায়। পোস্ট-স্ট্রাইক এক বিবৃতি দিয়েছে ভারতীয় সেনা। এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়োও শেয়ার করেছে তারা এবং লিখেছে 'জাস্টিস ইজ সার্ভড'! ইনটেলিজেন্স এজেন্সি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব করছে। টার্গেট লোকেশনও খুঁজে দেখছে। প্রাথমিক হিসেবে ৮০-৯০ জন জঙ্গি মারা গিয়েছে।
তবে অপারেশন সিন্দুরের জেরে মাসুদ আজহারের পরে মারা গিয়েছে আব্দুল মালিক মুদাসসিরের মতো ভয়ংকর জঙ্গিরাও। এদের পোশাকি নাম এইচভিটি-- এরা লস্কর-ই-তৈবার হাই ভ্যালু টেররিস্ট।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)