Home> দুনিয়া
Advertisement

India Pakistan War: প্রত্যাঘাতে থরহরিকম্প পাকিস্তান! ভারতের সঙ্গে আলোচনা চাইছেন ইশাক দার?

Operation Sindoor: পাকিস্তান ভারতে ফের হামলার চেষ্টা করলে তাকে যুদ্ধ হিসাবেই দেখবে ভারত। এমনটাই জানা যাচ্ছে। 

India Pakistan War: প্রত্যাঘাতে থরহরিকম্প পাকিস্তান! ভারতের সঙ্গে আলোচনা চাইছেন ইশাক দার?

India Pakistan War: ভারতের প্রত্যাঘাতে থরহরিকম্প পাকিস্তান! আর তাই এবার ভারতের সঙ্গে আলোচনা চাইছে পাকিস্তান? আল-আরাবিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সাক্ষাত্কারে জানিয়েছেন, 'ভারতের তরফে আক্রমণ না হলে উত্তেজনা কমানোর কথা বিবেচনা করব।' আর তারপরই সামনে আসছে উত্তেজনা প্রশমনে ভারতের সঙ্গে নাকি আলোচনা চাইছে পাকিস্তান! যদিও সেনার তরফে সরকারিভাবে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। 

তবে এটা স্পষ্ট যে, ভারতের প্রত্যাঘাতে ভীত কম্পিত পাকিস্তান। এরইমধ্যে জানা যাচ্ছে, সন্ধ্যা ৬টায় যৌথ সাংবাদিক বৈঠক করতে চলেছে ভারতের প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রক। আর সেই বৈঠকে কোনও বড় ঘোষণাও করতে পারে ভারত সরকার। সূত্রের খবর, পাকিস্তান ভারতে ফের হামলার চেষ্টা করলে তাকে যুদ্ধ হিসাবেই দেখবে ভারত। এমনটাই জানা যাচ্ছে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও পর্যটক নিধন থেকে এই ভারত-পাক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির সূত্রপাত। 

পহেলগাঁওয়ের বদলায় ৭ মে গভীর রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। প্রিসিশন অ্যাটাকে (Precision Attack) গুঁড়িয়ে দেয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। তার পালটা প্রতিশোধ নিতে ৮ মে থেকে ভারতে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। ৮ মে ১৫ জায়গায় আকাশপথে পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করে ভারত। পরদিন ৯ মে ২৬ জায়গা টার্গেট করে পাকিস্তান। তাও ব্যর্থ করে ভারত। এরপর পালটা প্রত্যাঘাত পাকিস্তানের ৪টি এয়ারবেস ধ্বংস করে দেয় ভারত। 

এহেন পরিস্থিতিতে দু-দেশকেই উত্তেজনা প্রশমনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। নয়াদিল্লির ও ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ পরিস্থিতি নিরসনে মধ্যস্থতার বার্তাও দিয়েছেন। 

আরও পড়ুন, India Pakistan War: ভারতের এয়ারবেস ধ্বংস করেছে পাক মিসাইল? সত্যিটা জানুন, রইল ভিডিয়ো প্রমাণ...

আরও পড়ুন, India Pakistan War: 'সিঁদুরে' নিকেশ 'মোস্ট ওয়ান্টেড' মহম্মদ ইউসুফ আজহার! ভয়ংকর এই জইশ জঙ্গি নেতা 'মাস্টারমাইন্ড'...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More