ওয়েব ডেস্ক: ২০২২ সালের মধ্যে চিনকে ছাপিয়ে ভারত হয়ে যাবে দুনিয়ার সবচেয়ে জনবহুল দেশ। এমনটাই জানাল রাষ্ট্রসংঘ ( United Nations)। অর্থাত্ জনসংখ্যার বিচারে বিশ্বের সর্ববৃহত্ দেশ হয়ে যাবে ভারত। বিশ্বের দুই বড় দেশ চিন ও ভারত মিলিয়ে ২৫০ কোটির বেশি মানুষ বাস করে।
চিন ও ভারতে যথাক্রমে বিশ্বের জনসংখ্যার ১৯ ও ১৮ শতাংশ নাগরিক। ২০২২ সালের মধ্যে ব্যাপরটা উল্টে যাবে। মানে ভারতে বাস করবে বিশ্বের ১৯ শতাংশ মানুষ, আর চিনে ১৮ শতাংশ। ২০৫০ সালে চিন, ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র মিলিয়ে জনসংখ্যা ৩ হাজার কোটি ছাপিয়ে যাবে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে ভারতের জনসংখ্যা ১২৫ কোটি, আর চিনের সংখ্যা ১৩৫ কোটি। জনসংখ্যা বৃদ্ধির হারে ভারত অনেকটাই এগিয়ে।