Home> দুনিয়া
Advertisement

ইউএফও-ই কী দেখলেন পাওয়েল?

আকাশে ওটা কী দেখলাম! ছবির কোনায় ওটা কী ধরা পড়েছে! ইউএফও মনে হল না যেন! হ্যাঁ, এমনটাই মনে করছেন ফিওনা পাওয়েল নামের ওই মহিলা।

ইউএফও-ই কী দেখলেন পাওয়েল?

ওয়েব ডেস্ক: আকাশে ওটা কী দেখলাম! ছবির কোনায় ওটা কী ধরা পড়েছে! ইউএফও মনে হল না যেন! হ্যাঁ, এমনটাই মনে করছেন ফিওনা পাওয়েল নামের ওই মহিলা।

বাচ্চাদের নিয়ে বেড়াতে বেড়িয়েছিলেন পাওয়েল। নিজের খেয়ালেই মেঘ ভরা আকাশের ছবি তোলেন তিনি। হঠাত্‌ই সেই ছবিতে কোনের দিকে ফুটে ওঠা একটি ছবি দেখে তাঁর ধারণা হয়, সেটি হয়তো একটি ইউএফও। যদিও তিনি জানিয়েছেন যে, তিনি এলিয়েন আছে বলে বিশ্বাস করেন না। তবুও নিজের চোখে দেখা ঘটনাকে একেবারে উড়িয়ে দিতে পারছেন না। তিনি জানিয়েছেন যে, তিনি কাকে বিশ্বাস করবেন সেটা বুঝতে পারছেন না।

Read More