Home> দুনিয়া
Advertisement

ISIS-এর যৌনদাসীকে অপহরণ করল জিহাদি জন সিদ্ধার্থ

যৌনদাসী হিসেবে বন্দি করে রাখা হয়েছিল এক ইয়াজিদি কিশোরীকে। তাকে অপহরণ করে পাচার করল জঙ্গি সিদ্ধার্থ ধর। ISIS-এর নতুন জিহাদি জন বলেই যার পরিচয়। সংবাদমাধ্যম সূত্রে এখবর জানা গেছে।

ISIS-এর যৌনদাসীকে অপহরণ করল জিহাদি জন সিদ্ধার্থ

ওয়েব ডেস্ক : যৌনদাসী হিসেবে বন্দি করে রাখা হয়েছিল এক ইয়াজিদি কিশোরীকে। তাকে অপহরণ করে পাচার করল জঙ্গি সিদ্ধার্থ ধর। ISIS-এর নতুন জিহাদি জন বলেই যার পরিচয়। সংবাদমাধ্যম সূত্রে এখবর জানা গেছে।

এর আগেও বহুবার ইয়াজিদি যৌনদাসীদের সিদ্ধার্থ পাচার করেছে বলে জানা গেছে। অপহৃত ওই ইয়াজিদি কিশোরীর বাড়ি ইরাকের সিনজরে। দু’বছর আগে পরিবারের বাকি ২৭ জনের সঙ্গে তাকেও বন্দি করে জঙ্গিরা। শুরু হয় অকথ্য অত্যাচার। অবিবাহিত মেয়েদের পাচার করে দেওয়া হয় মসুলে। বানানো হয় যৌনদাসী। পালাতে চাইলে জোটে মৃত্যুদণ্ড। অবিবাহিত মেয়েদের মধ্যে থেকে নিজেদের পছন্দমত যৌনদাসী বেছে নেয় ISIS জঙ্গিরা। তবে, সিদ্ধার্থ ধর ওরফে আবু রুমায়শ ইয়াজিদি ওই কিশোরীকে অপহরণ করে কোথায় নিয়ে গেছে তা এখনও জানা যায়নি।

Read More