Home> দুনিয়া
Advertisement

পাক অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গড়ার চেষ্টায় আইসিস: সেনা

পাক অধিকৃত কাশ্মীরে ডেরা বাঁধার চেষ্টা করছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইসিস। শুক্রবার এমনটাই দাবি করলেন এক সিনিয়ার সেনা অফিসার।

পাক অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গড়ার চেষ্টায় আইসিস: সেনা

ওয়েব ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে ডেরা বাঁধার চেষ্টা করছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইসিস। শুক্রবার এমনটাই দাবি করলেন এক সিনিয়ার সেনা অফিসার।

''এখনও পর্যন্ত আমরা যা খবর পেয়েছি, পাক অধিকৃত কাশ্মীরে আইসিস তেমন কোনও প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু, তারা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।'' মন্তব্য করেছেব লেফটেন্যান্ট  জেনেরল কে এইচ সিং।

গত কয়েক দিন ধরেই পাক অধিকৃত কাশ্মীরে আইসিস-এর উপস্থিতি নিয়ে মিডিয়া সরগরম।

আজ সেই প্রসঙ্গেই কথা বলতে গয়ে এ কথা জানিয়েছেন কে এইচ সিং।

লেফটেন্যান্ট জেনেরল সিং জানিয়েছেন পির পঞ্চল রেঞ্জে ইতিমধ্যেই ২০০ থেকে ২২৫ জন জঙ্গি ঘাঁটি গেরেছে। তারা ক্রমাগত ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

যদিও সীমান্তে জঙ্গি দমন বাহিনী সজাগ আছে বলেও তিনি জানিয়েছেন।

 

 

 

Read More