জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানে ইসরায়েলের আক্রমণে (Israeli Strikes Across Iran) ৮০ জনের মৃত্যু, অন্তত ৮০০ আহত। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উত্তেজনা প্রশমনের জন্য ইরান ও ইসরায়েলের (Iran Israel War) প্রতি আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তা শোনার তো কোনও লক্ষণই কোনও দেশে দেখা যাচ্ছে না। চারদিকে আগুন, ধোঁয়া, রক্ত, ধ্বংসস্তূপ।
মুহুর্মুহু মিসাইল
মুহুর্মুহু আছড়ে পড়ছে মিসাইল। কখনও ড্রোন। কান পাতলেই শুধু বিস্ফোরণের শব্দ। যুদ্ধরত দু' দেশ ইরান আর ইসরায়েলর ছবিটা মোটামুটি এক। কদিন আগেই রাষ্ট্রসংঘে ইরানি রাষ্ট্রদূত দাবি করেছেন, ইসরায়েলের বিমান হানায় শীর্ষ সেনা আধিকারিক-সহ মোট ৭৮ জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত কমপক্ষে ৩২০।
ইরানের পালটা প্রত্যাঘাতে
ওদিকে তেল আভিভে ইরানের পালটা প্রত্যাঘাতে ইসরায়েলেও ৩৪ জন আহত হয়েছেন বলে খবর। ইজরায়েলি সেনাসূত্রে দাবি, অন্তত ১০০টি মিসাইল ছুঁড়েছে ইরান। যার বেশিরভাগই রুখে দেওয়া হয়েছে বলে দাবি ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, "যদি খামেইনি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখেন, তাহলে তেহরান পুড়ে যাবে।" তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলের নাগরিকদের ক্ষতির জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে। ক্রমাগত ইরানি হামলার মুখে IDF যেভাবে দৃঢ়তার সঙ্গে লড়ছে, তার প্রশংসাও করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।
'অপারেশন রাইজিং লায়ন' এবং
শুক্রবার ভোর থেকে ইরানকে টার্গেট করে 'অপারেশন রাইজিং লায়ন' শুরু করে ইসরায়েল। পালটা জবাবে ১০০ ড্রোন নিয়ে হামলা চালায় ইরানও। ইরান এই প্রত্যাঘাতের নাম দিয়েছে 'অপারেশন ট্রু প্রমিস-৩'। ইসরায়েলের দাবি, ইরানের পারমাণবিক সম্ভার বিপজ্জনক স্তরে পৌঁছে গিয়েছে। গোয়েন্দা সূত্রে তাদের কাছে খবর, ইরান যে পরিমাণে ইউরেনিয়াম মজুত করেছে তাতে ১৫টি পরমাণু বোমা তৈরি করতে পারে তারা! তাই 'অপারেশন রাইজিং লায়নে'র শুরুতেই ইসরায়েল নাতাঞ্জের পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তারা। ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ সামরিক কর্তা মহম্মদ বাঘেরি ও নাতাঞ্জের একাধিক পারমাণবিক বিজ্ঞানী।
ওদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দ্রুত উত্তেজনা প্রশমনের জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছেন। জেরুজালেম ও তেল আভিভে মুহুর্মুহু বিস্ফোরণ হচ্ছে। ঘনঘন বেজে উঠেছে সাইরেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)