Home> দুনিয়া
Advertisement

Israel attack Gaza: একমুঠো খাবারের জন্য ত্রাণের লাইনে দাঁড়ানো শিশুদের উপর ইসরায়েলের ড্রোন হামলা... লুটিয়ে পড়ল ১৫...

Israel attacked in Gaza: ইউনিসেফের প্রধান ক্যাথেরিন রাসেল বলেছেন, 'প্রাণ রক্ষার জন্য সাহায্য পেতে চেষ্টা করা অসুস্থ পরিবারগুলোকে হত্যা অযৌক্তিক'।

Israel attack Gaza: একমুঠো খাবারের জন্য ত্রাণের লাইনে দাঁড়ানো শিশুদের উপর ইসরায়েলের ড্রোন হামলা... লুটিয়ে পড়ল ১৫...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাজার মধ্যাঞ্চলে একটি ক্লিনিকের সামনে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা নিরীহ শিশুদের উপর ইসরায়েলি হামলায়, আট শিশু এবং দুই মহিলা সহ কমপক্ষে ১৫ জন প্যালেস্তাইন নিহত হয়েছেন বলে একটি হাসপাতাল জানিয়েছে।

হাসপাতালের বয়ান: 

দেইর আল-বালাহের আল-আকসা শহিদ হাসপাতালের ভিডিয়োতে দেখা গেছে যে বেশ কয়েকজন শিশু এবং অন্যান্যদের মৃতদেহ মেঝেতে পড়ে আছে এবং চিকিৎসকরা তাদের ক্ষত চিকিৎসা করছেন। ক্লিনিকটি পরিচালনাকারী মার্কিন-ভিত্তিক সাহায্য সংস্থা প্রজেক্ট হোপ বলেছে যে এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তারা 'হামাস সন্ত্রাসী'-কে আঘাত করেছে এবং নিরস্ত্র নাগরিকদের ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় নিহত ৬৬ জনের মধ্যে তারাও ছিলেন, কারণ ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। কাতার ও মিশরের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্বাসের পরও, তারা এখনও কোনও অগ্রগতির কাছাকাছি বলে মনে হচ্ছে না।

আরও পড়ুন:  Baluchistan Terror Attack: বাস থেকে অপহরণ করে পরিচয়পত্র মিলিয়ে নির্বিচারে খুন পাক-পঞ্জাবিদের! বালোচবিদ্রোহীরা ফের...

হতাহতের পরিমাণ: 

বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬৬ জনের মধ্যে রয়েছেন এই শিশুরাও। যদিও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েল এবং হামাস আলোচনাও চালাচ্ছে। প্রজেক্ট হোপ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দেইর আল-বালাহ এলাকায় অবস্থিত তাদের আলতায়ারা স্বাস্থ্য ক্লিনিকের সামনে এই হামলা চালানো হয়। অনেকেই অপুষ্টি, নানা ধরনের সংক্রমণ, দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং আরও অনেক সমস্যার চিকিৎসার জন্য বাইরে জড়ো হচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ইউসুফ আল-আইদি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, 'হঠাৎ আমরা একটি ড্রোনের শব্দ শুনতে পেলাম এবং তারপর বিস্ফোরণ ঘটল।' 'আমাদের পায়ের নিচের মাটি কেঁপে উঠল এবং চারপাশের সবকিছু রক্তাক্ত আর আর্ত-চিৎকারে পরিণত হলে।'

হামলার পরের ফুটেজ: 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি গ্রাফিক ফুটেজ যাচাই করেছে বিবিসি, যেখানে হামলার পরের ঘটনা দেখা গেছে–– প্রাপ্তবয়স্ক ও ছোট শিশুরা রাস্তায় পড়ে আছে, কয়েকজন গুরুতর আহত এবং অন্যরা নড়াচড়া করছে না। শেষযাত্রায় নামাজ পড়ার আগে পাশের আল-আকসা হাসপাতালের মর্গে শিশুদের মৃতদেহ সাদা কাফন ও বডি ব্যাগে মুড়িয়ে কাঁদছিলেন নিহতদের আত্মীয়রা। একজন জানান, নিহতদের মধ্যে তার গর্ভবতী ভাগ্নী মানাল ও তার মেয়ে ফাতিমাও ছিল এবং মানালের ছেলে ছিলেন ICU-তে। ঘটনার সময় তিনি বাচ্চাদের জন্য সাপ্লিমেন্ট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। আরেকজন নারী বললেন, 'কোন পাপের জন্য তাদের হত্যা করা হল'? "আমরা পুরো বিশ্বের কান এবং চোখের সামনে মারা যাচ্ছি। পুরো বিশ্ব গাজা উপত্যকার পরিস্থিতি দেখছে। ইসরায়েলি সেনাবাহিনীর হাতে যদি মানুষ নিহত নাও হয়, সাহায্য আনতে গিয়ে তারা মারা যায়।"

আরও পড়ুন:  TMC Leader Murder in Bhangar: একসঙ্গে কতদিন খাবার ভাগ করে খেয়েছি! একসময়ের অন্তরঙ্গ রাজ্জাকের লাশ হয়ে যাওয়ায় আরাবুলের চোখে জল...

কোথায় হামলা: 

সাহায্য গোষ্ঠীর ক্লিনিকগুলোকে গাজার বাসিন্দাদের জন্য আশ্রয়স্থল–– বলছেন প্রজেক্ট হোপের সভাপতি এবং সিইও রাবিহ তোরবে। "এসব ক্লিনিকে মানুষ তাদের ছোট বাচ্চাদের নিয়ে আসে, নারী গর্ভাবস্থা ও প্রসবোত্তর যত্ন নেয়, অপুষ্টির জন্য চিকিৎসাসহ নানা স্বাস্থ্য সহায়হা পায় মানুষ," তিনি বলেন। "এরপরও আজ সকালে, সহায়তা কেন্দ্রের দরজা খোলার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকা নিরীহ পরিবারগুলোকে নির্মমভাবে আক্রমণ করা হয়েছিল," তিনি বলেন- "ভয়ঙ্কর এবং হৃদয়বিদারক ঘটনা। পরিবারগুলোর জন্য কেমন লাগছে তা ঠিকভাবে বলতে পারব না।এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এমন ঘটনা স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও গাজায় কেউ এবং কোনো এলাকা নিরাপদ নয়। এটি চলতে পারে না।"

ইউনিসেফের প্রধান ক্যাথেরিন রাসেল বলেছেন, "জীবন রক্ষার জন্য সাহায্য পেতে চেষ্টা করা পরিবারগুলোকে হত্যা অযৌক্তিক।"

এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা হামাসের সামরিক শাখার অভিজাত নুখবা বাহিনীর একজন সদস্যকে আঘাত করেছে যে ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলে হামলায় অংশ নিয়েছিল। ওই এলাকার বেশ কয়েকজন আহত ব্যক্তির খবর জানে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। তারা বলছে, "ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িত না থাকা ব্যক্তিদের যেকোনো ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করছে আইডিএফ।"

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More