Home> দুনিয়া
Advertisement

মঙ্গলেই কি পুনর্জন্ম নিলেন যীশু খ্রিস্ট?

প্রথম শতকের কথা। প্যালেস্তাইনে রোমানদের হাতে ক্রশবিদ্ধ হয়েছিলেন যীশু খ্রিস্ট। ২ হাজার বছরের পুরনো ইতিহাস প্রায় সকলের জানা।

মঙ্গলেই কি পুনর্জন্ম নিলেন যীশু খ্রিস্ট?

ওয়েব ডেস্ক: প্রথম শতকের কথা। প্যালেস্তাইনে রোমানদের হাতে ক্রশবিদ্ধ হয়েছিলেন যীশু খ্রিস্ট। ২ হাজার বছরের পুরনো ইতিহাস প্রায় সকলের জানা। এই ইতিহাসকে সম্মান জানিয়েই ক্রিস্টানরা তাদের কবরের ওপর লাগিয়ে দেন ক্রশ। এ তো গেল পৃথীবির কথা। কিন্তু মঙ্গল গ্রহে খ্রিস্ট ধর্ম প্রচার করল কে? কে তাদের শেখাল কবরের ওপর ক্রশ লাগাতে?
শুনতে অবাক লাগলেও মঙ্গল থেকে পাঠানো নাসার কিউরিওসিটি মার্স রোভারের ছবি অন্তত তাই বলে। মঙ্গলে প্রাণের অস্তিতব আছে কিনা তার খোঁজ খবর করতে নাসা মঙ্গলে পাঠিয়েছে কিউরিওসিটি মার্স রোভার। এই রোভারের ছবিতেই ধরা পড়ছে কিছু ছোট ছোট পাথরের ঢিপি যার ওপর বসানো একটি পাথরের ক্রশ। এই পাথরের ঢিপি দেখলে মনে হবে খুব সন্তর্পণে শিল্পীর হাতে তা তৈরি করা। এবং এই ক্রশও যে একটি গোটাগুটি ক্রশ সেবিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু অদ্ভূত ঘটনার এই মুহূর্তে কোনও ব্যাখ্যা নেই নাসা'র কাছে। তবে কি মঙ্গলেই পুনর্জন্ম নিলেন যীশু খ্রিস্ট?

Read More