জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রোস্টেট ক্যানসারে (Prostate Cancer) আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। এরই মাঝে বিস্ফোরক দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঘনিষ্ঠ বন্ধু এবং মেক আমেরিকা গ্রেট এগেইন (মেগা) প্রচারের প্রভাবশালী নেতা লরা লুমা। তিনি দাবি করেছেন, প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত এবং তিনি ‘পরবর্তী দুই মাসের মধ্যে মারা যেতে পারেন।’
আরও পড়ুন- Nusraat Faria: অবশেষে মিলল জামিন, আদালতে কান্নায় ভেঙে পড়েন নুসরাত!
সম্প্রতি নিজের অসুস্থতার খবর জানান জো বাইডেন। জানা যায় যে তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। রবিবার তাঁর অফিস থেকে জানানো হয় যে সম্প্রতি তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে ও সেটি বেশ ক্ষতিকর পর্যায়ে পৌঁছে গিয়েছে, যা উদ্বেগের। সাম্প্রতিক মেডিকেল পরীক্ষায় তার রোগ নির্ণয় করা হয়েছে। এই সপ্তাহের শুরুতে বাইডেনের প্রস্রাবের নানা লক্ষণ দেখা দেওয়ার পরে ডাক্তাররা দেখেছিলেন। নিয়মিত শারীরিক পরীক্ষায় তার প্রোস্টেটে একটি ছোট নোডিউল পাওয়া গেছে, যার ফলে আরও পরীক্ষা করা হয়েছে। শুক্রবারের মধ্যে, ডাক্তাররা প্রোস্টেট ক্যানসারের উপস্থিতি নিশ্চিত করেছেন, যার কোষ ইতিমধ্যেই তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে।
এরপরেই মঙ্গলবার এক্সে একাধিক পোস্টে লুমার দাবি করেন, 'জুলাই মাসেই আমি বলেছিলাম বাইডেন টার্মিনাল (মরণব্যাধি) রোগে আক্রান্ত। এখন সেটা প্রমাণিত হচ্ছে। তিনি আরও লিখেছেন, আমি মেডিকেল ইমারজেন্সির বিষয়ে সঠিক ছিলাম এবং যখন তিনি মারা যাবেন, তখনও প্রমাণ হবে আমি সঠিক ছিলাম। অনেকেই আমার কাছে ক্ষমা চাওয়ার দাবি রাখছি'। তিনি আরও বলেন, 'সবাই বলছে তারা চায় বাইডেন সেরে উঠুক। বাস্তবতা হচ্ছে তিনি আর সুস্থ হবেন না। আমাদের এখন বাস্তবতাকে মেনে নিয়ে তদন্ত শুরু করা উচিত'।
উল্লেখ্য, লুমার তার জুলাই ২০২৪ সালের একটি পোস্ট পুনরায় শেয়ার করেছেন। সেখানে তিনি দাবি করেন, বাইডেন মারা যাচ্ছেন। তিনি আরও লিখেছেন, বাইডেন টার্মিনাল ক্যানসারে আক্রান্ত। তার ভাই ফ্র্যাঙ্ক বাইডেন নিজেই একসময় মুখ ফসকে তা বলে ফেলেছিলেন। পরবর্তী দুই মাসেই বাইডেন মারা যেতে পারেন। লুমার হোয়াইট হাউসের চিকিৎসকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘চিকিৎসা সংক্রান্ত রেকর্ড জালিয়াতির’ অভিযোগ তুলে আসছেন বলেও জানান। তার দাবি, গত বছর হোয়াইট হাউসের চিকিৎসকদের সাথে বাইডেনের একাধিক মধ্যরাতের বৈঠকের প্রমাণ লিপিবদ্ধ রয়েছে।
লুমা লিখেছেন, 'লগ চেক করুন, নিজেরাই দেখবেন। তিনি ২০২২ সালের একটি ভিডিওও শেয়ার করেন। সেখানে বাইডেন বলেছিলেন, আমার ক্যানসার আছে। তবে তখন হোয়াইট হাউস পরিষ্কার করেছিল, প্রেসিডেন্ট বাইডেন তার অতীতের ত্বকের ক্যানসারের কথা বলছিলেন, যা প্রেসিডেন্ট হওয়ার আগেই অপসারণ করা হয়েছে। লুমারের আরও দাবি, পুরো প্রেসিডেন্সির মেয়াদকালে বাইডেন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তবে প্রশাসন তা গোপন রেখেছে। এটা হোয়াইট হাউস থেকে আসা সবচেয়ে বড় কেলেঙ্কারি'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)