Home> দুনিয়া
Advertisement

পণবন্দি জর্ডনের পাইলটকে জীবন্ত পুড়িয়ে মারল আইসিস, ইন্টারনেট প্রকাশ পুড়িয়ে মারার ভিডিও

মোজা আল-কাসাসবে নামে ওই পাইলটকে ডিসেম্বরে পণবন্দী করেছিল আইসিস জঙ্গিরা। আইসিস অধিকৃত এলাকায় এফ-ওয়ান ফাইটার ভেঙে পড়ার পরই তিনি আইসিসের হাতে বন্দী হয়েছিলেন।

পণবন্দি জর্ডনের পাইলটকে জীবন্ত পুড়িয়ে মারল আইসিস, ইন্টারনেট প্রকাশ পুড়িয়ে মারার ভিডিও

ওয়েব ডেস্ক: এবারে পণবন্দি জর্ডনের পাইলটকে জীবন্ত পুড়িয়ে মারল আইসিস। পুরনো কায়দাতেই নারকীয় হত্যালীলার সেই ভিডিও ইন্টারনেটে প্রকাশ করল ওই জঙ্গি সংগঠন। মোজা আল-কাসাসবে নামে ওই পাইলটকে ডিসেম্বরে পণবন্দী করেছিল আইসিস জঙ্গিরা। আইসিস অধিকৃত এলাকায় এফ-ওয়ান ফাইটার ভেঙে পড়ার পরই তিনি আইসিসের হাতে বন্দী হয়েছিলেন।

পাইলটকে মুক্ত করতে বন্দি এক আইএস জঙ্গিকে মুক্তি দিতেও শেষ পর্যন্ত রাজি হয়েছিল জর্ডন। জাপানী সাংবাদিককে হত্যার পরই জর্ডন এই আইসিসের শর্ত মানতে রাজি হযেছিল। কিন্তু গতকাল হঠাত্ই ওই নারকীয় ভিডিও ইন্টারনেটে প্রকাশ করে আইসিস। ভিডিওটি যে আসল প্রাথমিক তদন্তের পর তা জানিয়ে দেয় জর্ডন সরকার।

fallbacks

এতদিন ধরে পণবন্দি শিরচ্ছেদ করাটাই ছিল আইসিস-জঙ্গি সংগঠনের নারকীয় হত্যালীলার এক অস্ত্র। এবার পণবন্দিদের জীবন্ত পুড়িয়ে মারতে শুরু করল তারা।

Read More