Home> দুনিয়া
Advertisement

Hawaii Wildfires: আগুনে পুড়ে মৃত্যু প্রায় ১০০ জনের! শতাব্দীর ভয়াবহতম দাবানল...

Hawaii Wildfires Update: ৮ অগস্ট হাওয়াইয়ের মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় জঙ্গলে দাবানল শুরু হয়েছিল। কাছেই তৈরি হয়েছিল এক ঘূর্ণিঝড়। প্রচণ্ড ঝোড়ো বাতাস বইছিল। ফলে দাবানলের তীব্রতা বেড়ে যায়। দ্রুত সেটি সমুদ্রতীরবর্তী শহর লাহাইনায় ছড়িয়ে পড়ে। তার পর থেকেই শুধু ধ্বংস আর মৃত্যুর খবর।

Hawaii Wildfires: আগুনে পুড়ে মৃত্যু প্রায় ১০০ জনের! শতাব্দীর ভয়াবহতম দাবানল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩! হাওয়াই-এর কর্তৃপক্ষ এই সংখ্যা নিশ্চিত করেছে। হাওয়াইয়ের ইতিহাসে এর আগে কোনও প্রাকৃতিক দুর্যোগে এত বেশি প্রাণহানির ঘটনা ঘটেনি। বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ংকরতম দাবানল এটি। 

আরও পড়ুন: English Channel: ইংলিশ চ্যানেলে ডুবল নৌকা, ৬ জনের মৃত্যু, নিখোঁজ ২...

অফিস-ভবন-বাড়ি মিলিয়ে প্রায় ২২০০টি নির্মাণ পুড়ে গিয়েছে। কী করে লাগল এই আগুন, কী করে তা এত ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ল, সবটা নিয়েই ক্ষোভ দানা বেঁধেছে সেদেশে। জানা গিয়েছে, এর আগে, ১৯৬০ সালে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে আঘাত হানা ভয়াবহ এক সুনামিতে ৬১ জনের মৃত্যু ঘটেছিল। 

কদিন আগেই আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছিল, হাওয়াইয়ের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগে পরিণত হওয়া এই দাবানলে মৃতের সংখ্যা আরও বাড়বে। সেই আশঙ্কাই সত্যি হল। কর্তৃপক্ষের আশঙ্কা ছিল, মৃতের সংখ্যা যা জানা গিয়েছে, দাবানল-এলাকায় লাশ শনাক্তকারী কুকুর নিয়ে অভিযান চালালে সেই সংখ্যা সম্ভবত আরও বাড়বে। কেননা, কুকুরের সহায়তায় হয়তো আরও মরদেহের খোঁজ মিলতে পারে। সেকথাই সত্য হল।

মাউই দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ার আগে স্থানীয় লোকজনকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে মাউইতে জরুরি সতর্কসংকেত বাজানো হয়ে থাকে। তবে এবার দাবানলের সময়ে তা বাজাতে শোনা যায়নি। সতর্কসংকেতের প্রসঙ্গ টেনে হাওয়াইয়ের গভর্নর বলেন, কী ঘটেছে, তা জানতে মাউই কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখবে।

আরও পড়ুন: Florida: মাছের বদলে ছিপে জল থেকে কী উঠে এল জানলে আঁতকে উঠবেন...

এই দাবানলে বহু মানুষ তো মারা গিয়েছেনই, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন, বহু মানুষ আহত, ক্ষতিগ্রস্ত। বলা হয়েছে, 'লাহাইনাকে দেখে মনে হচ্ছে, এটি যেন বোমাবিধ্বস্ত এক শহর।' দাবানলের ৮৫ ভাগ নিয়ন্ত্রণে এসেছে। এ ছাড়া মাউই দ্বীপে আরও দুটি জায়গায় ছড়িয়ে পড়া দাবানলের একটির ৮০ ভাগ ও অন্যটির ৫০ ভাগ নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে।

৮ অগস্ট মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় জঙ্গলে দাবানল শুরু হয়েছিল। এর কাছেই তৈরি হয়েছিল এক ঘূর্ণিঝড়। প্রচণ্ড ঝোড়ো বাতাস বইছিল। এর ফলে দাবানলের তীব্রতা বেড়ে যায়। দ্রুত সেটি সমুদ্রতীরবর্তী শহর লাহাইনায় ছড়িয়ে পড়ে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, ল... Read more

Read More