Home> দুনিয়া
Advertisement

এখানে ৩০০ টাকায় উকুন বিক্রি হচ্ছে!

উকুন চাই ? উকুনের বিক্রি আছে। ১টা উকুনের দাম ৩০০ টাকা। দারুণ চাহিদা। দুবাইতে। জানেন কেন?

এখানে ৩০০ টাকায় উকুন বিক্রি হচ্ছে!

ওয়েব ডেস্ক : উকুন চাই ? উকুনের বিক্রি আছে। ১টা উকুনের দাম ৩০০ টাকা। দারুণ চাহিদা। দুবাইতে। জানেন কেন?

কারণ মাথায় উকুন থাকলে নাকি চুল পড়ে না। চুলের গোড়া নাকি মজবুত হয়! আর স্বাস্থ্য ভালো থাকে। আর এ খবর বেরোতেই দুবাইতে উকুনের খাতির যত্ন বেড়ে গেছে। দুবাইয়ের মহিলা রীতিমত যত্ন নিচ্ছেন তাঁরা মাথার উকুনের। বিক্রি করছেন উকুন। তাঁদের কাছ থেকে উকুন কিনছে বেশকিছু পার্লার। এরপর তারা সেই উকুন বিক্রি করছে যাঁদের মাথায় উকুন নেই বা তুলনামূলক কম উকুন রয়েছে, তাঁদের কাছে। ভাবুন কাণ্ড! যদিও দুবাইয়ের স্থানীয় প্রশানস বলছে, এধরনের ঘটনা এখনও তাদের কানে আসেনি। কানে এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Read More