Home> দুনিয়া
Advertisement

Mannequin Arrest: চুরির অভিযোগে গ্রেফতার ‘ম্যানিকুইন’!

অপরাধ প্রমাণিত হলে, ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অভিযুক্তের।

Mannequin Arrest: চুরির অভিযোগে গ্রেফতার  ‘ম্যানিকুইন’!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ম্যানিকুইন’ সেজে দোকান থেকে গয়না চুরির ছক! নিরাপত্তারক্ষীদের নজরে পড়তেই অভিযোগ দায়ের করা হল থানায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের রাজধানী  ওয়ারশে।

আরও পড়ুন:  Rajasthan: ছেলের পুনর্জন্ম হয়েছে! বিষধর সাপকে আদর করে কোলে তুলে নিলেন মহিলা...

পুলিস সূত্রে খবর, ক্রেতা ও  কর্মীদের অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি। দোকানের ভিতরে ব্যাগ হাতে স্থিরভাবে দাঁড়িয়েছিলেন বছর বাইশের এক যুবক। আশেপাশে আরও বেশ কয়েকটি  ম্যানিকুইনের সঙ্গে মিশে গিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, নিজেকে নিরাপদ মনে না করা পর্যন্ত নাকি দাঁড়িয়েছিলেন একইভাবে!

এদিকে তখন দোকান বন্ধ হয়ে গিয়েছে। অভিযোগ, গয়না চুরির আগে দোকানে ভিতরে হাঁটছিলেন ওই ব্যক্তি। তাঁকে দেখে ফেলেন নিরাপত্তাকর্মীরা। চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে, ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অভিযুক্তের।

আরও পড়ুন:   উড়ন্ত আগ্নেয়গিরি ধেয়ে আসছে পৃথিবীর দিকে! মাউন্ট এভারেস্টের তিনগুণ বড়...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More