ওয়েব ডেস্ক : ফের বন্দুকবাজের হানা মার্কিন মুলুকে। এবার অরল্যান্ডোর একটি নাইটক্লাবে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে নাইটক্লাবে হামলাকারী বন্দুকবাজ। সেইসঙ্গে অরল্যান্ডো পুলিসের তরফে জানানো হয়েছে, বহুজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে।
দেখুন হামলার ভিডিও,
Shooting at gay nightclub @pulseorlando
— DIEGO DE LA VEGA (@ELZORROBOLIVAR) June 12, 2016
unconfirmed casualties and injuries.#prayers #lgbt #shooting pic.twitter.com/fAZ7nvkneM
পালস নামক ওই নাইট ক্লাবটিতে আচমকাই হামলা চালায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই নাইটক্লাবের মধ্যে ব্যাপক গুলির আওয়াজ পাওয়া যায়। কমপক্ষে ২০ জনকে পণবন্দি করে বন্দুকবাজ। হামলাকারীর হাতে AK-৪৭ রাইফেল ও গায়ে বোমা বাঁধা ভেস্ট পরা ছিল বলেও সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে।
সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় অরল্যান্ডো পুলিস। তারা এলাকা ফাঁকা করার নির্দেশ দেয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় পুলিসের সঙ্গে বন্দুকবাজের গুলির লড়াই।
দেখুন ঘটনাস্থলে কী পরিস্থিতি,
WARNING: video of victims outside pulse in orlando right now. terrifying. #PulseOrlando #PulseShooting pic.twitter.com/jZu3VOeswt
— DIEGO DE LA VEGA (@ELZORROBOLIVAR) June 12, 2016