জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওষুধ সরবরাহকারী বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এয়ারপোর্টে বিমানটি ল্যান্ড করার সময় আচমকাই ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। জাতীয় ট্র্যাফিক সেফটি ব্যুরো এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এটি তদন্ত করছে।
ঘটনাটি ঘটে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়। দুর্ঘটনা সম্পর্কে বলতে গিয়ে নাভাজো পুলিস বিভাগ জানিয়েছে যে, মঙ্গলবার দুপুরের দিকে চিলে এয়ারপোর্টে ঘটনাটি ঘটে। যখন বিচক্রাফ্ট ৩০০, একটি ছোট ডুয়াল-প্রপেলার মেডিক্যাল পরিবহন বিমান ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আগুনে পুড়ে যায়। দুর্ঘটনায় নিহত চারজন ওই এলাকার বাসিন্দা। বিমানটি যখন একজন রোগীকে নিতে স্থানীয় একটি হাসপাতালে যাচ্ছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে।
বিমানটি কে পরিচালনা করেছিলেন?
যে বিমানটি দুর্ঘটনায় পড়ে, সেটি পরিচালনা করছিল সিএসআই অ্যাভিয়েশন। এটি একটি এয়ার ক্যারিয়ার, যারা মূলত চিকিৎসা ফ্লাইট সেবায় বিশেষজ্ঞ। প্রতিষ্ঠানটি আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল এবং জাতিসংঘের উচ্চপদস্থ সদস্যদেরও সেবা প্রদান করেছে।
চিলে বিমানবন্দরটি কটি ছোট ফেডারেল স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে মাত্র পাঁচ মাইল দূরে অবস্থিত, যা নাভাহো নেশন- একটি আদিবাসী আমেরিকান সংরক্ষিত এলাকা- এর মানুষের সেবা দেয়। তবে ক্রুরা ঠিক ওই স্বাস্থ্যকেন্দ্রেই যাচ্ছিল কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
একটি বিবৃতিতে নাভাজো নেশনের প্রেসিডেন্ট বু নাইগ্রেন বলেন, 'এরা এমন মানুষ ছিলেন যারা অন্যের জীবন বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, এবং তাদের এই মৃত্যু পুরো নাভাহো নেশনে গভীর শোকের ছায়া ফেলেছে।'
তিনি আরও বলেন, 'আমরা তাদের সেবাকে সম্মান করি, তাদের আত্মত্যাগকে স্মরণ করি, এবং যে ভালোবাসা তারা আমাদের কমিউনিটিকে দিয়েছেন, তা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি। নাভাহো নেশনের পক্ষ থেকে আমি তাদের পরিবার, সহকর্মী এবং যারা এই শোক বয়ে নিয়ে চলেছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। আমাদের প্রার্থনা তাদের পরিবারের সঙ্গে রয়েছে, যতক্ষণ না তদন্ত শেষ হয়। সৃষ্টিকর্তা যেন আগামী দিনগুলোতে তাদের শান্তি ও শক্তি প্রদান করেন।'
নাভাজো জাতি:
নাভাজো জাতি দেশের বৃহত্তম আমেরিকান ভারতীয় সংরক্ষিত এলাকা এবং প্রায় ১ কোটি ৬০ লক্ষ একর এলাকা জুড়ে বিস্তৃত। ইন্ডিয়ান হেলথ সার্ভিস অনুযায়ী, এর আয়তন প্রায় ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সমান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)