জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মর্মান্তিক পথ দুর্ঘটনা। মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। এদের মধ্যে এক মহিলাও রয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। দুর্ঘটনাটি হয়েছে বাংলাদেশের নাটোরের বড়াইগ্রামে। সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনা ঘটে বনপাড়া-হাটিকুমরুল সড়কে। নিহতদের সবার পরিচয় এখনও জানা যায়নি।
বড়াইগ্রাম পুলিসের তরফ বলা হয়েছে, নাটোর থেকে ঢাকা গ্রাম একটি মাইক্রোবাস উল্টো দিক থেকে আসা ট্রাকের সহ্গে সংঘর্ষ ঘটে। প্রবল ওই সংঘর্ষে বাসটির ছাদ উড়ে যায় ও গোট বাসটি দুমড়ে মুচড়ে যায়। প্রবল ওই দুর্ঘটনায় ঘটনবাস্থলেই নিহত হন ৫ জন। পরে মারা যান আরও একজন। মাইক্রোবাসের চালকের অবস্থা আশঙ্কাজনক। চালকের পরিচয় জানা গিয়েছে। তার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলায়। বিরাট ওই দুর্ঘটনায় রাস্তায় প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
প্রত্যাক্ষদর্শী এক ব্যক্তি সংবাদমাধ্যমে বলেন, সিমেন্টবোঝাই একটি লরি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। ট্রাকটি তরমুজ পাম্প এলাকায় পৌঁছলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ওই মাইক্রো বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাস্তার উপরেই বাসই প্রায় চ্যাপ্টা হয়ে যায়। বাসের ছাদ খুলে বেরিয়ে যায়। সামনের অংশ চলে যায় পিছনের দিকে। গাড়ি মধ্যেই পিষে যান যাত্রীরা। ঘটনাস্থালেই নিহত হন ৫ জন। হাসপাতালে মারা যান আরও একজন।
আরও পড়ুন-আধার-ভোটার আইডি-রেশন কার্ড কোনও গ্রহণযোগ্য নথিই নয়, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল নির্বাচন কমিশন
আরও পড়ুন-চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, টানা ৪ দিন দুর্যোগে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী বলেন, আহত অবস্থায় হাসপাতালে তিনজনকে নিয়ে আসা হয়। তার মধ্যে এক জনের মৃত্যু হয়। বাকী দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, নিহতদের পরিচয় সনাক্তে ও যানজট নিরসনে কাজ করছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)