Home> দুনিয়া
Advertisement

South Africa Billionaire CEO death by Elephant: কোটিপতি CEO-কে আফ্রিকার ক্যাম্পে পিষে মেরে দিল শখে পোষা হাতিই...

South Africa:  দাঁত এবং শুঁড় দিয়ে কনরাডিকে সজোরে আঘাত করে হাতিটি। ধাক্কায় ছিটকে পড়ে যান সিইও।

South Africa Billionaire CEO death by Elephant: কোটিপতি CEO-কে আফ্রিকার ক্যাম্পে পিষে মেরে দিল শখে পোষা হাতিই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজেরই পোষ্য হাতির (Elephant in reserve Forest) পায়ের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল কোটিপতি সিইও-র (Death of billionaire CEO) ! মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকার (South Africa) অন্যতম জনপ্রিয় গেম রিজার্ভে (বেসরকারি সংরক্ষিত বন) ঘটনাটি ঘটেছে।

কোথায় ঘটে এই ঘটনা?

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, নিহত সিইও-র নাম ফ্রাঁসোয়া ক্রিশ্চিয়ান কনরাডি ( FC Conradie)। ২২ জুলাই সকাল ৮টায় এই ঘটনা ঘটে। গন্ডোয়ানা প্রাইভেট গেম রিজার্ভে ঘটনাটি ঘটে, যে সংরক্ষিত এলাকায় ঘটনাটি ঘটে, কনরাডিই ছিলেন সেই গন্ডওয়ানা গেম রিজার্ভের মালিক। ওই এলাকায় সিংহ, মহিষ, গণ্ডার, চিতাবাঘ-সহ নানা ধরনের পশু ছিল। তবে তার মধ্যে এই হাতির দলই ছিল কনরাডির সব থেকে প্রিয়। তাদের পোষ্যের মতোই ভালবাসতেন তিনি।

ঠিক কী ঘটেছিল:?

প্রত্যক্ষদর্শীদের কথায়, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা নাগাদ একদল হাতি পর্যটকদের লজের কাছাকাছি চলে আসে। সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন কনরাডি। তিনি হাতিগুলিকে লজ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু আচমকা একটি দাঁতাল হাতি তাঁর দিকে ধেয়ে আসে। দাঁত এবং শুঁড় দিয়ে কনরাডিকে সজোরে আঘাত করে হাতিটি। ধাক্কায় ছিটকে পড়ে যান সিইও। এর পর পায়ের তলায় তাঁকে পিষে ফেলে হাতিটি। ঘটনাস্থলে উপস্থিত রেঞ্জাররাও কনরাডিকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু হাতির আক্রমণ থেকে তাঁকে বাঁচানো যায়নি। সেখানেই মৃত্যু হয় তাঁর।

কনরাডির পরিচয়: 

কনরাডি ছিলেন কেলিক্স গ্রুপ নামে একটি সংস্থার সিইও। ছাত্রজীবনে বাণিজ্যের পাশাপাশি পড়াশোনা করেছিলেন প্রাণিবিদ্যা নিয়েও। হাতি এবং প্রকৃতির প্রতি গভীর টান ছিল তাঁর। প্রায়শই তাদের ছবি তোলার জন্য বেরিয়ে পড়তেন।  তিনি প্রাণিবিদ্যা, প্রাণীবিদ্যা, বাণিজ্য এবং বিপণনে সম্মান ডিগ্রি অর্জন করেছিলেন এবং উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তা এবং প্রকৃতির প্রতি অনুরাগী ছিলেন।

গেম রিজার্ভের বক্তব্য: 

গন্ডওয়ানা গেম রিজার্ভের এক কর্মচারী বলেন, 'কনরাডি নিজের হাতিদের খুব ভালোবাসতেন। ওরা তাঁর প্রিয় ছিল। তিনি মনে করতেন ওরা তাঁকে চেনে, বিশ্বাস করে। কিন্তু সব সময়ই এটা মনে রাখা উচিত যে, ওরা পোষ্য হলেও বন্য!' কনরাডিকে শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছে গন্ডওয়ানা গেম রিজার্ভ। শোকার্ত পরিবারের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে।

প্রয়াত কনরাডির স্মৃতিতে: 

এফসি কনরাডি, যিনি কেলিক্স গ্রুপের ক্রীড়া ব্যবস্থাপনা কোম্পানিরও মালিক, কর্মীরা তাকে হাতি এবং প্রকৃতির প্রতি গভীর আবেগ বলে বর্ণনা করেছিলেন, প্রায়শই তাদের ছবি তোলার জন্য বেরিয়ে আসতেন।

গন্ডোয়ানা গেম রিজার্ভ মিঃ কনরাডির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে একজন প্রিয় নেতা, নিবেদিতপ্রাণ স্বামী এবং তিন সন্তানের পিতা হিসেবে বর্ণনা করে। "এফসি একজন নেতার চেয়েও বেশি কিছু ছিলেন - তিনি ছিলেন একজন পরামর্শদাতা, একজন দূরদর্শী এবং সত্যিকার অর্থেই একজন অসাধারণ ব্যক্তি," রিজার্ভ জানিয়েছে এবং এই চ্যালেঞ্জিং সময়ে পরিবারের জন্য গোপনীয়তা এবং স্থানের অনুরোধ করেছে। দলটি ঘটনার তদন্ত অব্যাহত থাকায় জনসাধারণকে জল্পনা-কল্পনা এড়াতেও আবেদন করেছে।

গন্ডোয়ানার একজন কর্মকর্তা বলেন, 'যেহেতু তিনিই বস ছিলেন ওই রিজার্ভের, তাই সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে যে তারা যেন কিছু না বলে, অন্যথায় একই দিনে তাদের বের করে দেওয়া হবে, কনোরাডি, একজন দুর্দান্ত মানুষ ছিলেন এবং সে তাঁর হাতিদের খুব ভালোবাসত, যেগুলো তার প্রিয় ছিল, এবং সে মনে করত যে তাদের উপর তার আস্থা আছে।, কিন্তু তারা হয়তো রিজার্ভে থাকে কিন্তু বন্য স্বভাব তাদের যায়নি। বন্যপ্রাণীদের বন্যভাবেই ট্রিট করা উচিত্‍। 

গন্ডোয়ানা গেম রিজার্ভ মিঃ কনরাডিকে শ্রদ্ধা জানায়, তাকে একজন প্রিয় নেতা, নিবেদিতপ্রাণ স্বামী এবং তিন সন্তানের পিতা ছিলেন। রিজার্ভ জানিয়েছে, এই চ্যালেঞ্জিং সময়ে পরিবারের জন্য গোপনীয়তা এবং স্থানের অনুরোধ করেছে। দলটি ঘটনার তদন্ত অব্যাহত থাকায় জনসাধারণকে জল্পনা-কল্পনা এড়াতেও আবেদন করেছে।

আরও পড়ুন:  Contexual Sex age reduce: 'বাচ্চারা এখন লুকিয়ে সেক্স করছে, সঙ্গমের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করা হোক!' সুপ্রিম কোর্টে সওয়ালের ঝড়...

আরও পড়ুন: Chief Justice of India on Child custody case: বারোর মেয়ে বাবার সঙ্গে থাকতে, চাইছে ১ কোটি! আপনি মানুষ? মূল্যবোধ কোথায়... কাস্টডি কেসে সুপ্রিম তোপে মা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More