ওয়েব ডেস্ক : সন্ত্রাস দমনে BRICS ভূক্ত দেশগুলিকে একযোগে কাজ করতে হবে। আজ BRICS সম্মেলনে নিজের বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে আজও তিনি পাকিস্তানকেই সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য দায়ী করেছেন।
নিজের বক্তব্যে মোদী বলেন, "বিশ্বজুড়ে সন্ত্রাসবাদীদের কোনও ব্যাঙ্ক বা অস্ত্রভাণ্ডার নেই। ফলে এটা স্বাভাবিক যে তাদের এই কাজে বাইরের কোনও শক্তি মদত দিচ্ছেই। তাই আমরা একজোট হয়ে এখনই এই সন্ত্রাসবাদকে রুখতে পারি।"
আজকের বৈঠকে BRICS ভূক্ত দেশগুলির অর্থনৈতিক পরিস্থিতি থেকে কূটনৈতিক স্তরে আলোচনা হয়। আর সেখানেই বারবার করে উঠে আসে সন্ত্রাসবাদ প্রসঙ্গটি।
বর্তমানে BRICS ভূক্ত দেশগুলিতে বিশ্বের ৪৩ শতাংশ মানুষ বসবাস করে। আর এর জেরে বিশ্ব অর্থনীতির প্রায় ৩৭ শতাংশ GDP নিয়ন্ত্রণ করে এই পাঁচটি দেশ।