Home> দুনিয়া
Advertisement

Earthquake: মাত্র ৩ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপে উঠল মাটি! ভয়াবহ মাত্রার এই কম্পনে কতটা ভয়াবহ পরিস্থিতি?

Nepal Earthquake: দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পশ্চিমের জাজারকোটের পাইক এলাকা। নেপালের এই ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের মাটিও?

Earthquake: মাত্র ৩ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপে উঠল মাটি! ভয়াবহ মাত্রার এই কম্পনে কতটা ভয়াবহ পরিস্থিতি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার নেপালে ভূমিকম্প। মায়ানমারের পরে এবার ভূমিকম্প আঘাত হেনেছে ভারতের পড়শি দেশে। শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিট ও ৮টা ১০ মিনিট-- পর পর দুই দফায় ভূমিকম্প অনুভূত হয় সেখানে। রিখটার স্কেলে এই দুই ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে-- ৫.২ ও ৫.৫! কেঁপে ওঠে ভারতও।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

জানা গিয়েছে, দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পশ্চিমের জাজারকোটের পাইক এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলমিটার। ভূমিকম্পের ফলে কেঁপে উঠেছে পশ্চিম নেপালের সুরখেত, দৈলেখ এবং কালিকট-সহ পার্শ্ববর্তী জেলাগুলিও। হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর অবশ্য পাওয়া যায়নি। কোনও কোনও সংবাদমাধ্যম বলেছে, নেপালের এই ভূমিকম্পে দিল্লি-সহ কেঁপে উঠেছে উত্তর ভারতের বিভিন্ন স্থানও!
 
প্রসঙ্গত, এর আগে,২৮ মার্চ ভয়ংকর শক্তিশালী এক ভূমিকম্পে বিপর্যস্ত হয় মায়ানমার। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৭। ওই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৩০০০-এরও বেশি মানুষ। এর প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। ২৮ মার্চ দিনটিকে সাম্প্রতিক সময়ের কালো দিন হিসেবে উল্লেখ করা হচ্ছে। লহমায় মৃত্যু ঘটেছে হাজার হাজার মানুষে। ধ্বংসস্তূপের নীচে কত যে প্রাণ!

কতটা ভয়ংকর ধ্বংস? সেই ছবিই দেখিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো (ISRO)। ছবিগুলি তুলেছে কার্টোস্যাট-৩ (Cartosat-3) উপগ্রহ। ভূপৃষ্ঠের মাত্র ৫০০ কিমি উপর থেকে। ভূমিকম্পের ভয়ংকর ধ্বংস, যাকে বলে পাখির চোখে দেখা! এই ছবিগুলি থেকেই 'এরিয়া অফ ডেসট্রাকশনে'র আভাসও মিলেছে।

আরও পড়ুন: Horoscope Today: মেষের সাফল্য, বৃষের চ্যালেঞ্জ, তুলার আশ্চর্য উপলব্ধি! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন...

আরও পড়ুন: Deadly Earthquake: ভয়াবহ মাত্রার ভয়ংকর ভূমিকম্প! জারি সুনামি সতর্কতা! কত ক্ষয়ক্ষতি? কত মৃত্যু?

২৮ মার্চের ভূমিকম্পের পরে মায়ানমার সেনার তরফে প্রথমে বলা হয়েছিল, তখনও পর্যন্ত ৬৯৪ জনের মৃত্যু হয়েছে এই ভয়াবহ ভূমিকম্পে। যদিও এক মার্কিন সংস্থার আশঙ্কা ছিল, মৃতের সংখ্যা ১০ হাজারও ছাড়িয়ে যেতে পারে। তবে দুদিন পরেই লাফিয়ে বেড়েছিল মৃতের সংখ্যা। সংখ্যাটা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। তখনও পর্যন্ত মারা গিয়েছিলেন ১৬৪৪ জন! আহত হয়েছিলেন প্রায় সাড়ে তিনহাজার মানুষ-- ৩৪০৮ জন! সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, সেদেশে ভূমিকম্পে মারা গিয়েছেন ২০০০-এরও বেশি মানুষ-- ২০৫৬! আহত প্রায় ৩৯০০ জন! এখনও ২৭০ জন নিখোঁজ। ধ্বংসস্তূপের নীচে আটকে-পড়া অন্তত ৮০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর কতজন যে ধ্বংসস্তূপের নীচে আছেন, কে জানে! 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More