Home> দুনিয়া
Advertisement

Nepal Earthquake News: সকালবেলাই দুলে উঠল ঘরবাড়ি, রাস্তাঘাট! ভয়ে চিৎকার করতে-করতে পালাতে লাগল লোকজন, কিন্তু...

Nepal Earthquake News: সোমবার সকালের দিকে ৩.৯ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয় নেপালে। স্বাভাবিক ভাবেই লোকজন ভয় পেয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকেন। তবে, ভূমিকম্প বড় আকার ধারণ করেনি। রবিবার কাকভোরে ফের তীব্র কম্পন অনুভূত হয়েছিল পাকিস্তানে। কেন বারবারা কম্পন?

Nepal Earthquake News: সকালবেলাই দুলে উঠল ঘরবাড়ি, রাস্তাঘাট! ভয়ে চিৎকার করতে-করতে পালাতে লাগল লোকজন, কিন্তু...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের কেঁপে ভূকম্পে (Earthquake) কেঁপে উঠল ভারতের প্রতিবেশী। না, এবার আর পাকিস্তান (Pakistan) নয়। এবার কেঁপে উঠল নেপাল। গতকাল মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিন বার কেঁপে উঠেছিল পাকভূমি! আর আজ, ভোরে কেঁপে উঠল এভারেস্টের (Mt Everest) দেশ নেপাল। কত মাত্রার কম্পন? কত ক্ষয়ক্ষতি?

আরও পড়ুন: Kasba Law College Case: কসবা ল' কলেজকাণ্ডে এবার নয়া তথ্য! 'সিটে'র হাতে ১৭-র তালিকা! সঙ্গে সামনে আসছে আরও ভয়ংকর সব তথ্য...

আরও পড়ুন: Kasba Law College Incident: কসবা ল' কলেজকাণ্ডে এবার উঠে এল বিস্ফোরক অভিযোগ! 'সার্ভিস ডক্টরস ফোরাম' পরিষ্কার বলে দিল...

কাঁপল নেপাল

নেপালের ভূমিকম্প বললেই মানুষের ২০১৫ সালের কথা মনে পড়ে যায়। মর্মান্তিক একটা বিপর্যয় ঘটেছিল সেবার। ৭.৮ মাত্রার ভয়ংকর এক ভূমিকম্প ঘটেছিল সেবার। মারা গিয়েছিলেন ৮ হাজারেরও বেশি মানুষ। এবার অবশ্য প্রায় অর্ধেক মাত্রার কম্পন অনুভূত হয়েছে। আজ, ৩০ জুন, সোমবার সকালের দিকে ৩.৯ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয় নেপালে। খুব স্বাভাবিক ভাবেই লোকজন ভয় পেয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকেন। তবে, ভূমিকম্প খুব বড় আকার ধারণ করেনি। যত দূর খবর পাওয়া গিয়েছে, ক্ষয়ক্ষতি বা মৃত্যু ঘটেনি। প্রসঙ্গত, গতকালই কেঁপে উঠেছিল পাকিস্তান।

রবিতে ৫.৫

মাত্র কয়েকমাসের ব্যবধানেই বারবার কেঁপে উঠছে পাকিস্তান। রবিবারও কেঁপে উঠল পাকভূমি। রবিবার কাকভোরে ফের তীব্র কম্পন অনুভূত হয়েছিল পাকিস্তানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছিল, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৫। যদিও একাধিক সংবাদসংস্থার দাবি ছিল, কম্পনের মাত্রা ৫.২, কেউ-কেউ বলেছে মাত্রাটি ছিল ৫.৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল পাকিস্তানের পার্বত্য এলাকা বালুচিস্তানের বরখান শহর থেকে প্রায় ৬০ কিমি উত্তর-উত্তরপূর্বে, পশ্চিম মুলতানের কাছের অঞ্চল। যদিও এই ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছিল। হতাহতেরও কোনও খবরও নেই বলে জানা গিয়েছিল।

পাকিস্তানে টানা ভূমিকম্প

এর আগে, বেশ কয়েকমাস ধরে পাকিস্তানে টানা ভূমিকম্প অনুভূত হয়েছিল। কয়েকদিনের ব‍্যবধানেই বারবার কেঁপে উঠেছিল পাকিস্তানের মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি আপডেট দিতে দিতে যেন হাঁপিয়ে উঠছিল। রিখটার স্কেলে কোনও কম্পনের মাত্রা ছিল ৪, কোনওটার ৪.৬, কোনওটা আবার ৫.৭! সময়ের দিক থেকেও কোনও ঠিকঠিকানা ছিল না। আফগানিস্তানেও অনুভূত হয়েছিল ভূমিকম্প। পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছিল। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ছিল ওই ভূমিকম্পের উৎসস্থল। কম্পন অনুভূত হয় আফগানিস্তানের উত্তর-পূর্ব প্রান্ত এবং তাজিকিস্তানের কয়েকটি অঞ্চলেও। এছাড়াও আতক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি, উত্তর ওয়াজিরিস্তিান-সহ বিভিন্ন জেলায় কম্পন হয়েছিল।

কেন বারবার? 

ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সীমান্তে অবস্থিত একটি দেশ এই পাকিস্তান। ফলে সেখানে ভূমিকম্পের ঝুঁকি থাকেই। সেই কারণেই মাঝে মাঝে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রে কম্পন অনুভূত হয়। আসলে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতীয় উপমহাদেশের এই অংশটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত অস্থির। এখানে প্রায়ই ইউরেশিয়ান প্লেট ও ভারতীয় প্লেট একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই দুটি প্লেটের মাঝে শক্তি সঞ্চিত হয়ে ভূমিকম্পের সৃষ্টি হয়, যা বারবার এই অঞ্চলে ভূকম্পন ঢেকে আনে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More