Home> দুনিয়া
Advertisement

নতুন বছরের প্রথম দিনেই নেপাল পার্লামেন্টের অধিবেশন, ঘোষণা প্রেসিডেন্টের

এবার স্থিতাবস্থার প্রত্যাশা করছেন নেপালবাসী।

নতুন বছরের প্রথম দিনেই নেপাল পার্লামেন্টের অধিবেশন, ঘোষণা প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিবেদন: রাজনৈতিক অচলাবস্থা কাটতে চলেছে নেপালে। নেপালের ন্যাশনাল অ্যাসেম্বলির নতুন অধিবেশনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল।  

পার্লামেন্ট ভেঙে দেওয়ার এক সপ্তাহের মাথায় শনিবার ন্যাশনাল অ্যাসেম্বলির নয়া অধিবেশনের দিন ঘোষণা করলেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী (President Bidya Devi Bhandari)। নতুন বছরের প্রথম দিনেই ওই অধিবেশন বসবে বলে জানান তিনি।

এদিকে প্রথম থেকেই নেপালের দিকে চোখ রেখেছে চিন। নেপালের রাজনৈতিক সঙ্কটের জল মাপতে গোড়া থেকেই তৎপর থেকেছে তারা। বৈদেশিক নীতি বিশেষজ্ঞদের মত, নেপালের উপরে নিজেদের কর্তৃত্ব কায়েম রাখতে কিছু পদক্ষেপও করছে চিন।

তবে এর মধ্যেই নেপাল পার্লামেন্টে অধিবেশন বসার খবর পাওয়া যায়। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি (Nepal PM KP Sharma Oli) গত সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরে যে চাঞ্চল্য ছিল সে দেশের রাজনীতিতে, নতুন এই ঘোষণায় আপাতত তা কাটতে চলেছে বলেই খবর। এবার সে দেশের মানুষ স্থিতাবস্থার প্রত্যাশাই করছেন।  

Also Read: বাড়ির সামনে খুন আফগান সমাজকর্মী, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা ভাইও

Read More