Home> দুনিয়া
Advertisement

২৪ সদস্যের ডায়নোসর পরিবারের বাসার খোঁজ মিলল, বড়রাই হত বেবিসিটার

নিউক্লিয়ার পরিবারে সন্তানদের দেখাশোনা করার জন্য আয়া রাখা হয়। ঠিক সেইরকম ১২০ মিলিয়ন বছর আগে ডায়নোসররাও তাদের সন্তানদের দেখাশোনা করার জন্য 'বেবিসিটার' অর্থাত্ আয়া রাখত। তার প্রমাণ পাওয়া গেল উত্তর চিনে লুজিয়াতানে।

২৪ সদস্যের ডায়নোসর পরিবারের বাসার খোঁজ মিলল, বড়রাই হত বেবিসিটার

ওয়েব ডেস্ক: নিউক্লিয়ার পরিবারে সন্তানদের দেখাশোনা করার জন্য আয়া রাখা হয়। ঠিক সেইরকম ১২০ মিলিয়ন বছর আগে ডায়নোসররাও তাদের সন্তানদের দেখাশোনা করার জন্য 'বেবিসিটার' অর্থাত্ আয়া রাখত। তার প্রমাণ পাওয়া গেল উত্তর চিনে লুজিয়াতানে।

এক পাথরের নিচে থেকে উদ্ধার হল ২৫টি ডাইনোসরের ফসিল। তারমধ্যে রয়েছে ২৪টি বাচ্চা ডাইনোসর ও একটি প্রাপ্তবয়স্ক ডাইনোসর। বিজ্ঞানীরা মনে করছেন, প্রাপ্তবয়স্ক ডায়নোসরক রাখা হয়েছিল আয়ার কাজ করার জন্য। অন্যান্য ডাইনোসররা খাবারের খোঁজে গেলে তার উপর দায়িত্ব বর্তাত সন্তানদের পরিচর্যা  করার জন্য।

ডায়নোসরের বাসায় একাধিক ফসিল পাওয়া যাওয়ায় বিজ্ঞানীরা মনে করছেন, অগ্ন্যুত্পাত বা প্রাকৃতিক দুর্যোগে একসঙ্গে প্রাণ হারায় সবাই। তবে তাঁরা জানিয়েছেন, এটা সম্ভবত কোনোও বাসা ছিল না। এই অঞ্চলে ডায়নোসরের সংখ্যা বেশি ছিল।

fallbacks

Read More