ওয়েব ডেস্ক: বিলাসবহুল যাত্রা। তারপরেই মাঝ সমুদ্রে হারিয়ে যায় টাইটনিক। প্রচলিত মত, হিমশৈলে ধাক্কা লেগেই সলিল সমাধি হয়েছিল এই জাহাজের। এরপর কেটে গিয়েছে ১০০টা বছর। সম্প্রতি টাইটনিক ডুবে যাওয়ার অন্য কারণ তুলে আনছেন গবেষক সেনান মলোনি। শুধু তাই নয়। আইরিশ গবেষক উড়িয়ে দিচ্ছেন দুর্ঘটনার তত্ত্বও।
ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্ক। এই দীর্ঘ পথটা রূপকথার মতো সাজানো গোছানো। এই সুযোগ কেউ ছাড়ে! তাই হয়ত বিলাসবহুল টাইটনিকে সওয়ার হয়েছিলেন অনেকেই। কিন্তু বিলাসিতার ইচ্ছেটাই কাল হল। অতলান্তিকের কনকনে ঠাণ্ডায় ডুবল টাইটনিক।
হিমশৈলে ধাক্কা লেগেই ঘটে যায় বিশ্বের অন্যতম মর্মান্তিক দুর্ঘটনা। এটাই ছিল এতদিন প্রচলিত ধারণা। কিন্তু একশো বছরেরও বেশি সময় পর সেই তত্ত্বকে খারিজ করে দিচ্ছেন আইরিশ সাংবাদিক গবেষক সেনান মলোনি। তাঁর মতে, চূড়ান্ত গাফিলতির জেরেই ডুবেছিল টাইটনিক। মলোনির গবেষণায় যে তথ্যগুলি উঠে আসছে, সেগুলি হল-
এই নতুন তথ্যগুলি উঠে আসার পর খারিজ হয়ে যাচ্ছে দুর্ঘটনা তত্ত্বও। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা, মলোনির গবেষণা প্রচলিত দুর্ঘটনার তত্ত্বের পাশাপাশি উস্কে দিল অবহেলার তত্বকেও।