Home> দুনিয়া
Advertisement

Covid 19: চিনের নতুন কোভিড বিধি, বিমান ফিরল আমেরিকায়

বিমানটিকে মাঝপথেই ফিরে আসতে হয়

Covid 19: চিনের নতুন কোভিড বিধি, বিমান ফিরল আমেরিকায়

নিজস্ব প্রতিবেদন: সোমবার ডেল্টা এয়ারলাইনস (Delta Air Lines) চিন সরকারের প্রবল সমালোচনা করেছে। তাদের একটি চিনগামী বিমানকে ফিরিয়ে নিতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপরেই সূত্রপাত হয় সমস্যার।   

২১ ডিসেম্বরের ফ্লাইটটি সিয়াটেল (Seattle) থেকে যাত্রা শুরু করে সাংহাইতে (Shanghai) অবতরণ করার কথা ছিল। কিন্তু এর পরিবর্তে বিমানটিকে মাঝপথেই ফিরে আসতে হয়। ডেল্টা জানিয়েছে যে কোভিড ১৯ সংক্রমণ বৃদ্ধির ফলে দিনের শুরুতে জারি করা নতুন চিনা নির্দেশিকার কারনেই এই পরিবর্তন।

আরও পড়ুন: Afghanistan: তালিবান সরকারের নতুন ফতোয়া, বন্ধ হয়ে গেল নির্বাচন কমিশন

"নতুন পরিষ্কারের পদ্ধতির জন্য বেশি গ্রাউন্ড টাইম প্রয়োজন যা ডেল্টার জন্য খুব বেশি কার্যকর নয়," এমনটাই জানিয়েছে ডেল্টার একজন মুখপাত্র। তারা আরও জানিয়েছে "আমরা বিকল্প ফ্লাইটে পুনরায় বুকিং করার কাজ চালিয়ে যাচ্ছি এবং এই ঘটনায় গ্রাহকদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।"

ডেল্টা এবং অন্যান্য প্রধান মার্কিন ক্যারিয়ার সহ এয়ারলাইনগুলি সাম্প্রতিক সময়ে বহু ফ্লাইট বাতিল করেছে। Covid-19-এর Omicron রূপটি এয়ারলাইন কর্মীদের আক্রমন করছে এবং অনেক গ্রাহকদের ভ্রমণ পরিকল্পনায় বাধা দিচ্ছে। এই কারনেই বাতিল করা হয়েছে এই ফ্লাইটগুলি।

সোমবার, চীনা শহর জিয়ান (Xi'an) কোভিড -১৯ এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। কোভিড নিয়ন্ত্রণ করার চেষ্টায়, বাসিন্দাদের শহরের ভেতরে গাড়ি চালানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More