ওয়েব ডেস্ক:
About to come out of #Pluto's shadow. #PlutoFlyby pic.twitter.com/WkPQNsQRgs
— Mark Showalter (@MarkRShowalter) July 14, 2015
৫০ বছর আগে মানুষ প্রথম দেখছিল সৌরপরিবারের সদস্য মঙ্গলকে। ১৯৬৪ সালে ম্যারিন ফোর মহাকশ যান মুখোমুখি হয়েছিল মঙ্গলের। আর তারপরই মঙ্গলের ছবি দেখতে পায় পৃথিবী। এরপর ২০ বছরের মাথায় সৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতির ছবি দেখি আমরা। সৌজন্যে গ্যালিলিও মহাকাশ যান। মানুষের স্বপ্ন থেমে থাকেনি। 'সাইন্স নেভার স্লিপ্স'। মানুষের স্বপ্নকে সফল করতে বিজ্ঞানও ঘুমোয়নি। নিরলস প্রচেষ্টার পর প্লুটোর মুখোমুখি মহাকাশ যান নিউ হরাইজন।
আজ থেকে দুই দশকেরও বেশি সময় আগে, ১৯৯১ চাঁদে পা রেখেছিল মানুষ। 'দ্য ম্যান ইন দ্য মুন'। মানুষ জানতে পেড়েছে এমন অনেক তথ্য যা কেবল কল্পনাই ছিল। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারে মানুষ জানতে পেরেছে মঙ্গলের আকৃতিও। খোঁজ চলছে এই বিষয়েও, মঙ্গলে মানুষের বসবাস ছিল কি না?