নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসের মতোই তিন পোষ্যকে বাড়ির কাছের পশু হাসপাতালে রুটিন চেকআপের জন্য নিয়ে যাচ্ছিলেন আলেকজান্দার কোরিয়াস। পশু হাসপাতালে ঢুকবেন এমন সময়েই হঠাত্ বজ্রপাত। পার্কিংয়ের জায়গাতেই মাটিতে লুটিয়ে পড়লেন বছর ২৭-এর অ্যালেকজান্দার। যদিও তিন প্রতক্ষ্যদর্শীর তত্পরতায় দ্রুত চিকিত্সার ব্যবস্থা হওয়ায় প্রাণ বাঁচে তাঁর। পুরো ঘটনাটাই ধরা পড়েছে পার্কিং লটের সিসিটিভিতে। মাথায় বাজ পড়ার সেই ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। \
ভিডিয়োয় দেখা যাচ্ছে তিনটি কুকুর নিয়ে ফাঁকা পার্কিং লট দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। এমন সময়ে হঠাত্ই বাজ পড়ল। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। ভয় পেয়ে ছুট দিল তাঁর পোষ্যরা। এর পর বেশ কিছুক্ষণ মাটিতেই পড়ে রইলেন আলেকজান্দার। তাঁকে পড়ে থাকতে দেখে ছুটে আসেন কয়েক জন স্থানীয়। তাঁরাই তাঁকে সিপিআর (হাতে করে বুকে চাপ দিয়ে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন চালানো) দিতে থাকেন। বেশ কিছুক্ষণ সিপিআর চালানোর পর শ্বাস নিতে শুরু করেন তিনি। এর পরই অ্যাম্বুলেন্সে করে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকদের তত্পরতায় বেঁচে যান তিনি।
আরও পড়ুন: হাতের তালুর মতো ছোট্ট কচ্ছপের পেট থেকে উদ্ধার হল ১০৪টি প্লাস্টিকের টুকরো
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যেখানে আলেকজান্দারের উপর বাজ পড়েছিল, সেখানে বেশ বড়সড় একটি গর্ত হয়ে গিয়েছে। তবে, আহত ব্যক্তির পোষ্যদের কোনও ক্ষতি হয়নি। তাদেরকে পশু হাসপাতালের পার্ক থেকে উদ্ধার করা হয়।