জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বদলা নিল সময়! ২০১৯ সালে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) বন্দি করেছিলেন পাক সেনা অফিসার মেজর মইজ আব্বাস (Pak Army officer Major Moiz Abbas)। এবার গুলিযুদ্ধে নিহত হলেন সেই পাক সেনা অফিসার।
দক্ষিণ ওয়াজিরিস্তানে টিটিপি (TTP) বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান-এর সঙ্গে গুলির লড়াইয়ে পাক সেনা অফিসার মেজর মইজ আব্বাস নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। পাক সংবাদমাধ্যম ‘ডন’ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান চালায় পাক সেনা। টিটিপি জঙ্গিরা লুকিয়ে ছিল সেখানে। পাক সেনা অভিযান চালাতেই টিটিপি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই বাধে। সেই গুলির লড়াইয়ে মৃত্যু হয় পাক মেজর জেনারেল মইজ আব্বাস সহ ২ জনের। ওদিকে পাক সেনার গুলিতে মোট ১১ জন টিটিপি জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান।
টিটিপি আসলে বিদ্রোহী পাশতুন গোষ্ঠী। ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যায় টিটিপি-র। তারপর থেকেই টিটিপি ইসলামাবাদের মাথাব্যথার কারণ হয়ে ওঠে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে টিটিপির প্রভাব ক্রমশ বাড়ছিল। এর আগে গত ডিসেম্বরে একবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে টিটিপি জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে পাক বায়ুসেনা হামলা চালায়। যদিও তারপরেও টিটিপির প্রভাব এতটুকু কমেনি। পাকিস্তানের দাবি, এই টিটিপি জঙ্গিদের মদত দিচ্ছে ভারত। যে দাবি সমূলে নস্যাৎ করেছে ভারত সরকার।
প্রসঙ্গত, ২০১৯ সালে পুলওয়ামা হামলার (Pulwama Attack) পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহরের নিকটবর্তী জঙ্গি শিবিরগুলিতে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। জবাবে ২৭ ফেব্রুয়ারি পালটা পাক বায়ুসেনা ভারতের আকাশসীমা লংঘন করে হামলা চালায়। হামলাকারী পাক এফ-১৬-কে ধাওয়া করেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman)। সেইসময়ই নিজের মিগ-২১ বাইসন যুদ্ধবিমান নিয়ে ভারতের আকাশসীমা পেরিয়ে তিনি ঢুকে পড়েন পাক অধিকৃত কাশ্মীরে (PoK)।
এরপরই অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) বন্দি করে পাক সেনা (Pak Army)। সেইসময় আহত অভিনন্দন বর্তমানকে বন্দি করেছিলেন পাক সেনা অফিসার আব্বাস (Pak Army officer Major Moiz Abbas)। প্রায় ৬০ ঘণ্টার টানাপড়েনের পর ১ মার্চ শেষপর্যন্ত ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেয় পাকিস্তান। ওয়াঘা সীমান্তে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)